সীমন্তী দাস, লেখিকা, দুর্গাপুর:

জীবনের সবচেয়ে বড়  সত্যি হলো অনুরনন। অনুরনিত হতে গেলে বাদ‍্যযন্ত্র সুরে বাঁধতে
হয়।

বাদ‍্যযন্ত্রের নাম দেওয়া যেতে পারে - পারস্পরিক সম্পর্ক। সেতারের সাতটি তারে একেকটি ব‍্যক্তিগত সম্পর্কের অনুভব । কোন ঝঙ্কার সুরমূর্ছনায় কার মন ভাসাবে সে খবর কে জানে?

"আমার তুমি আমার" - এর থেকে কঠিন শব্দ বন্ধ নেই।

শাঁখা, সিঁদুর, স্বামীত্ব ,নিত‍্য বিছানা কখনোই তুমি আমারকে পুষ্ট করেনা । সুখী অভিনয়ের ক্লান্তিকর পথ চলার মধ্যে মননশীল ( মন যাদের আছে ) মানুষ খুব কষ্টে থাকে।
এই কষ্ট ডাল,ভাত বা বিছানার কষ্ট নয়।
ক্লান্তিকর পথ চলার কষ্ট।
সংবেদনশীল মানুষের ভালোবাসা কতো অমুল্য যে পায় সেই জানে। বেশীর ভাগ মানুষ তা পেয়েও হারায় । তার প্রধান কারন সম্ভবত অধিকার বোধ আর অহংকার।

গাছকে জল সার দিতে হয়। ভালোবাসার ছোঁয়া দিতে হয়। আমার গাছ - আমার গাছ বলে টপাটপ ফল ছিঁড়ে অন‍্যকে বিলিয়ে গর্বিত মানুষ বুঝতে চায়না গাছের অন্তরের কষ্ট।

তাই সকলের অজান্তেই, ক্লান্ত গাছের ডাল হেলে পরে অন্য আলোর দিকে। এই আলোকে অনেকে বলবে অন্ধকার  - পাপ।

হয়তো সেই অন্ধকারের বুকেই জন্ম হয় এক অনন‍্য সুরমূর্ছনা। আগুনের পরশমণির স্পর্শে হেসে ওঠে জীবন।

এই অন্ধকার এক অর্থে আলোর অভাব হতে পারে - কিন্তু সে কখনই অভাবের আলো নয়।

সেই আলোকোজ্জ্বল অন্ধকারের  নাম কি পরকীয়া?


Share To:

THE OFFNEWS

Post A Comment: