অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

শুনেছি নাকি আজ তোমার মন খারাপ
স্বপ্ন ভাঙার আওয়াজ পেয়েছো বুঝি মাঝরাতে ,
ফিরতি পথে মেঘবালিকা ডাকেনি আজ একবার ও
মিথ্যে খুনসুটি করেছো তাই  কোলবালিশের সাথে,
ফিরবে কোথায় ঠিক করেছো? ঠিকানা অজানা,
তার বুকেই ফিরে যাও, নীল নিলাময় সামিয়ানা
আরেকটি বার ভেবে নাও, স্মৃতি ভ্রুনকে মেরোনা
নিজের মনের কাছে বন্দী তুমি, মন তো আসলে কয়েদখানা…..

Share To:

THE OFFNEWS

Post A Comment: