অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

আজ মন কেমনের বৃষ্টি ঝরেছে গোটা শহর জুড়ে,
জুড়িয়েছে প্রাণ, মন, তোমার আমার ইচ্ছেরাও ভিজেছে।
না বলা কিছু কথারাও সিক্ত আজ খুব,
উষ্ণতা চাইছে, দুটো ভেজা ঠোঁট  তাই চুপকথা রাও নিশ্চুপ।
আজ বৃষ্টি হয়ে ঝরতে চাই আসলে,  কিছুই না তোমায় ছোঁয়ার অজুহাতে।
আমার কল্পনারা ও ভীষণ জেদি, সারাদিন খালি তোমার কথা ভাবে।
হাজার ফোঁটা, টুপটাপ ক্ৰুপচাপ ঠুংরি তাল বাজে টিনের ছাদে,
মন মাতাল হয় হারিয়ে যায় সেই সুদূর শৈশব এ।
আজ কঠিন বাস্তবের দোরগোড়ায় এটো কাঁটা কিছু স্মৃতি,
আবেগের বীজ বপন কারো, হোক পুনর্জন্ম হোক নতুন কিছু সৃষ্টি।

Share To:

THE OFFNEWS

Post A Comment: