অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

চাঁদের বুড়ি চরকা কাটে, ডাকছে যে তোমায়,
মনখারাপের নালিশগুলো যেন কথার পাহাড়!
রংবেরঙের স্বপ্নগুলো চোখের কাছে ভাসছে,
ধরতে চাইছি পাচ্ছি কই, উড়ে উড়ে যাচ্ছে!
মনে কেন বিষন্নতা এসো না একটু হাসি,
উদাসী মন কে সবুজ করি আনন্দেতে মাতি!

Share To:

THE OFFNEWS

Post A Comment: