শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উ: ২৪ পরগনা:
বিশ্বব্যাপী করোনা রোধে চলছে লকডাউন। বাদ যায়নি রানিগঞ্জের বিভিন্ন এলাকা এই সামাজিক দূরত্বের অবস্থান থেকে। এর ফলে প্রবল বিপাকে পড়েছেন দুস্থ মানুষেরা। এই নিদারুণ পরিস্থিতির কথা ভেবেই এগিয়ে এল রানিগঞ্জ ডিএভি পাবলিক স্কুল।
স্থানীয় রানিসায়েরের কোড়াপাড়ার ৫০ টি দুস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন স্কুলের প্রিন্সিপাল সুচরিতা চট্টোপাধ্যায়। ওই স্কুলে কর্মরত অনেকেই এই উদ্যোগ চলাকালীন সেখানে উপস্হিত ছিলেন। এলাকার একটি সামাজিক সংগঠন এই উদ্যোগে সহযোগিতা করে।
বিশ্বব্যাপী করোনা রোধে চলছে লকডাউন। বাদ যায়নি রানিগঞ্জের বিভিন্ন এলাকা এই সামাজিক দূরত্বের অবস্থান থেকে। এর ফলে প্রবল বিপাকে পড়েছেন দুস্থ মানুষেরা। এই নিদারুণ পরিস্থিতির কথা ভেবেই এগিয়ে এল রানিগঞ্জ ডিএভি পাবলিক স্কুল।
স্থানীয় রানিসায়েরের কোড়াপাড়ার ৫০ টি দুস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন স্কুলের প্রিন্সিপাল সুচরিতা চট্টোপাধ্যায়। ওই স্কুলে কর্মরত অনেকেই এই উদ্যোগ চলাকালীন সেখানে উপস্হিত ছিলেন। এলাকার একটি সামাজিক সংগঠন এই উদ্যোগে সহযোগিতা করে।
Post A Comment: