শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উত্তর ২৪ পরগনা:

রবিবার মারা গেলেন বাঁকুড়ার সোনামুখীর প্রাক্তন বিধায়ক অবণী কুমার সাহা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ৮৩ বছর বয়সে কংগ্রেসের এই প্রাক্তন বিধায়ক মারা যান দুর্গাপুরের দি মিশন হাসপাতালে। বেশ কিছুদিন যাবৎ তিনি নিমুনিয়াতে আক্রান্ত ছিলেন।
অবণীবাবু একসময় বাঁকুড়া জেলার কংগ্রেস সভাপতির পদ অলঙ্কিত করেন। এমনকি তাঁর নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের কাছে ছিল দৃষ্টান্তের উদাহরণ। এহেন নেতার প্রয়ানে শোক ব্যক্ত করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণববাবু।
অবণীবাবুর পুত্র কল্লোল সাহা বর্তমানে দুর্গাপুরের ডিএসপি হাসপাতালে কর্মরত ডেপুটি ডিরেক্টর হিসেবে। অবণীবাবুর মৃত্যুর পর প্রাক্তন রাষ্ট্রপতির শোকবার্তা কল্লোলবাবুর হাতে এসে পৌঁছায়। কল্লোলবাবু বলেন, 'আমার বাবা শুধুমাত্র কংগ্রেসের নেতা ছিলেন না, তিনি বাঁকুড়া জেলার মানুষের কাছে সর্বজন প্রিয় রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিগণিত ছিলেন।' 

Share To:

THE OFFNEWS

Post A Comment: