অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

আরো একটা ভুল, তিক্ত অভিজ্ঞতায়, 
সুখ ভেবে মরীচিকা, জীবন ব্যর্থ তার পাঁচালি শোনায়।
ক্যানভাস এ কালো রং, জং পরে যাওয়া লোহার পাঁচিল,
কুঁড়ে কুঁড়ে খায় আমায়,,,, শুধুই মুখাভিনয় কঙ্কালের মিছিল।
জৈবিক তাড়নায় বেঁচে থাকা, আর সাচ্ছন্দ্য হীন সুখে
তবুও বেঁচে আছি,
বাঁচার ইচ্ছেরা বাক্সবন্দী হয়েছে আমার ঘরে।
Share To:

THE OFFNEWS

Post A Comment: