অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

আমি আছি আগের মতোই, বদলে গেছে সময়.
স্মৃতিরা ভিড়ের মাঝে জায়গা খোঁজে, ক্ষতেরা গোনে প্রহর।
কিছু ক্ষতর দাগ থেকে যায়, নিজেকে সামলে নেয়  কিছু মানুষ,
যারা হয়েছিল বেসামাল তারাই, একটু একটু করে  মরুক।
সময়ের সীমারেখায় আজ আমরা সবাই পরাধীন,
হাতের মুঠোয় বন্দী কিছু আশা, কিন্তু মন নয়কো স্বাধীন।

Share To:

THE OFFNEWS

Post A Comment: