অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

মন খারাপের আকাশ যেন,
চোখের কাজল, কাজল লতা।
মন খারাপের রাত্রি যেন,
কলঙ্ক আঁকা আমার কায়া।
মন যেন একাকীত্বে শরীরে এসে মেশে,
দোঁয়াশলা মন জৈবিক তাড়নাতে জেহাদ করে ফেরে।
স্বপ্ন পুষি বুকের মাঝে, চাপা কান্নার ভিড়ে,
নিঃসঙ্গ রাত সঙ্গী আমার, গল্প শুনতে এসো ফিরে...

Share To:

THE OFFNEWS

Post A Comment: