মুনিয়া মনি, ফিচার রাইটার ও লেকচারার, বাংলাদেশ:

বিশ্বজুড়ে যে আতঙ্কে মানুষ হাপিত্যেশ  করে মরছে তা হচ্ছে "করোনা"

আচ্ছা এর নাম করুনা হতে পারতো,করোনা কেন?????

এই ভাইরাস আসা মাত্রই আমি অনেককে বলতে শুনেছি আমার যদি করোনা হতো....ভালো হতো,তুমি/আপনি মুক্তি পেতে......
এই তুমি বা আপনি কিন্তু শুধু আমি না....অন্য কেউও হতে পারে.....

মৃত্যু নিশ্চিত সত্য....
তবু আমরা ভয় পাই....
কিসের ভয়!  মৃত্যুর সময় প্রিয়জন ছুঁয়েও দেখতে  পাবে না তাই করোনার এত ভয়.???
আমি মারা যাচ্ছি এটাই তো সত্য...কে ছুঁয়ে দেখলো কে দেখলো না তাতে কি যায় আসে!!! মৃত্যু যন্ত্রণা কমে! মোনকার নাকির প্রশ্ন করা বাদ দিবে?
জান্নাত পাওয়া যাবে?

কিছুই তো হবে না....
তাহলে?
মৃত্যু খুব সত্য এবং সুন্দর....
মৃত্যু কখনো কখনো মুক্তি....
কখনো অন্যকে সুখী করার প্র‍য়াস.....

আমি প্রচন্ড জীবনবাদী মানুষ....
বেঁচে থাকলে বেঁচে থাকার মতোই থাকবো....মানুষ জানবে মাই বেঁচে আছি,আর আমি ভেতরে জানবো আমি মরে গেছি এ আবার কেমন জীবন.....
এমন জীবনের মুখে এক লাত্থি দিয়ে তাকে আস্তাবলে ছুড়ে দেয়ার প্র‍য়াসী আমি......
সমাজ -সংসার -সামাজিকতা আপনাকে জীবন দেবে না, আপনার জীবনের স্বাদ আপনাকেই খুঁজে -বেছে নিতে হবে....
আপনি যাকে ভালবাসেন না, যার জন্য ঘরে ফেরার তাগিদ অনুভব করেন না...রাত্রের অন্ধকারে তার শরীরের ভাঁজেই যৌনতা খুঁজতে হবে???
সেক্সের প্রথম শর্ত ভালোবাসা, তিনবার কবুল বলা, আইনের কাগজে সাইন করা না.....
যাকে ভালবেসে জড়িয়ে ধরা যায় না,তার সাথে সঙ্গম হারাম.....

জীবন আপনাকে হাতের কাছে এনে দেবে না কেউ,নিজেকেই নিজের জীবন খুজে নিতে হবে....
 করোনা থেকে দূরে সরে আসছি নাহ!
জীবনটাকে করুনা করে যারা শুধু লৌকিকতার খাতিরে জীবিত আছে তারাই বড় "করোনা"....
তারা হতাশা ছড়ায়
হতাশা বাড়ায়
হতাশা চর্চা করে
সমাজ সংসার সামাজিকতায় আদিমতাকে ধরে রাখে.....

নতুন জীবন, নতুন ভাবনা যাদের তাড়িত করে না, পুরোনো সেন্টিমেন্টালিটি পরিহার করে, পুরোনো সব নিয়ম গুড়িয়ে দিয়ে যারা নতুন করে বাঁচতে জানেনা, আজকাল তারাও করোনার ভয় পায়....

আপনি না খেয়ে থাকলে যে সমাজ খবর রাখে না,আপনার, হৃদমৃত্যু  যাদেরকে মানবিক করে না সেই সামাজিকতা পালন করলেই জান্নাত মিলবে না.....
আমি নিদারুণভাবে অসামাজিক জীব......
করোনার চেয়ে করুনার ভয় আমার বেশি....
জীবন যদি আমায় কখনো করুনা করে সে জীবনকে আমি বয়ে বেড়াতে পারবো না....
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি" তে বিশ্বাসী....
আমি নিজে ভাল থাকবোনা অথচ লৌকিকতা দেখিয়ে সাধু-সুবোধ সেজে থেকে অন্যের জীবনকে রক্ষার নামে প্রতারণা করবো....!
এমন উদ্ভ্রান্ত মতবাদ আমার কাছে করোনা ভাইরাসের সামিল.....
এই ভাইরাসে সংক্রামিত মানুষ কারো কোনো ভালবাসা না পেয়েই, সুতীব্র ভালবাসার স্বাদ থেকে বঞ্চিত হয়েই একদিন পরকালে চলে যাবে.....

এমন মেকি মুখোশের চেয়ে করোনা অনেক বেশি নিরাপদ....

করোনা হলে আপনার আপনজন আপনাকে ছুঁতে না পারুক,ভালবেসে তাকাবে....আহাজারি করবে, তথাকথিত ভাষায় মানবজীবন সার্থক হবে....

কিন্তু আপনি যে জীবন্মৃত,আপনি না জাগলে কোন শক্তি দিয়ে জাগাই বলুন....আপনার জন্য অন্য কারো এতো ভালবাসার ইচ্ছে-আয়োজনকে মাটি করে দিয়ে করোনার ভয় নিয়ে পালিয়ে বেড়ানোর নাম কি দেওয়া যায় আমি জানিনা....

যতক্ষণ জীবন আছে বেঁচে থাকুন.....

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours