দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

করোনা ভাইরাসের জেরে বিশ্ব ভারতীর স্কুল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিদেশি পড়ুয়া ছাড়া সকল পড়ুয়াদের হোস্টেল ছাড়তে বলা হয়েছে। বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫ মার্চ সাবধানতা অবলম্বনের উদ্দেশ্যে  এক নির্দেশিকা আসে।  তারপর ১৩ মার্চ বিশ্ব ভারতী কর্তৃপক্ষ এক জরুরি সভা ডাকে। সেখানে এই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে,  শুক্রবার কর্তৃপক্ষ এক জরুরি সভা ডাকে।
সেখানে উপস্থিত ছিলেন সমস্ত ভবনের অধ্যক্ষ, কর্মসচিব, পরীক্ষা বিভাগের আধিকারিক, ও পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের সভাপতিত্বে এই সভায় সকলের পূর্ণ সম্মতিতে ঠিক হয় যে চলতি বছরের ১৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত যে স্কুল পরীক্ষা নির্ধারিত ছিল তা পরবর্তী বিজ্ঞপ্তি জারি পর্যন্ত বন্ধ থাকবে। ফের ৩১ মার্চ গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।৩০ মার্চ পর্যন্ত হোস্টেল বন্ধ থাকবে। বিদেশি পড়ুয়া ছাড়া সকলকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে। ৩০ মার্চ পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি জারি করে, ততদিন পর্যন্ত হোস্টেলে ফিরতে মানা করা হয়েছে। এই সময় পাঠভবন ও শিক্ষা সত্রে মাধ্যমিক পরীক্ষা চলছিল। ১২ মার্চ বাংলার প্রথম পত্র পরীক্ষা হয়। ১৪ মার্চ ছিল বাংলা ভাষার দ্বিতীয় পত্রের পরীক্ষা। এছাড়াও সমস্ত ক্লাস বাতিল হলো বলে সূত্রের খবর।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours