ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

উপনিষদ  যুগে " ক্ষত্রিয়কুলেদ্ভব  নরপতিরা  অনেকেই  আত্মজ্ঞানের  উপদেষ্টা  ছিলেন! ব্রাক্ষ্মন  সন্তানরা  কেউ  কেউ  তাঁদের  শিষ্যত্ব  গ্রহন  করতেন! ছান্দোগোপনিষদে   লিখিত২ আছে, প্রবাহন  রাজা  গৌতম  ঋষিকে  বলছেন,
" যথেয়ন্ন প্রাকত্বত্তঃ পুরা  বিদ্যা  ব্রাক্ষ্মনম
  গচ্ছতি  তস্মাদুসর্ব্বেষু লোকেষু  ক্ষত্রস্যৈব
   প্রশাসনমভুদিমি "
  অর্থাৎ  ব্রাক্ষ্মনদের  সমান্তরালে  আদি  যুগে  ক্ষত্রিয়  নৃপতিরাও  ব্রক্ষ্মবিদ্যা  লাভ  করতেন!ব্রাক্ষ্মনরাও  তাঁদের  শিষ্যত্ব গ্রহন  করেছেন!যেমন  বিশ্বামিত্র, কাশীমহিষী মদালসা!
      তৃতীয়  দৃষ্টিকোন   নারীজাতি!
সে  সম্বন্ধে  আলোচনা  শুরু  করার  পূর্বে   আমার  প্রতিপক্ষগনের  উদ্দেশ্যে  একটি  প্রতিপ্রশ্ন   পেশ  করছি! ' উপাধ্যায়া ' ও ' উপাধ্যায়িনী ' শব্দ দুটির পার্থক্য  কি?"
       তর্কবাগীশ  ইতস্তত  করে  উত্তর  দিলেন,"মতভেদে  কিছু  যোগরূঢ়   অর্থভেদ  হতে  পারে, মূলত শব্দদুটি  সমার্থক! তার  অর্থ  অধ্যাপকের  স্ত্রী!
          কিঞ্চিৎ  হেসে  হটী  বললেন," এটা  বিশ্বাস  করা  কঠিন, এমন  বহুলপ্রচলিত  শব্দের  অর্থ  আমার প্রতিপক্ষ  পন্ডিতদের  জানা  নেই!! শব্দদুটি  আদৌ  সমার্থক  নয়! পানিনির  সুষ্পষ্ট  নির্দ্দেশে ' উপাধ্যায়িনী ' শব্দের  অর্থ   উপাধ্যায়ের  স্ত্রী  আর  ' উপাধ্যায়া ' শব্দের  অর্থ ' স্ত্রী - জাতীয়  অধ্যাপক'  বা অধ্যাপিকা!
আমি  সভাস্হ  পন্ডিতমন্ডলীকে  সম্বোধন  করে  প্রশ্ন করছি - এখানে  এমন  কেউ  সংস্কৃতজ্ঞ  পন্ডিত  আছেন, যিনি  আমার  সাথে  একমত  নন? থাকলে  অনুগ্রহ  করে  আমার  ভ্রান্তি  দুর  করুন!
        সভাস্হলে  মৃদুগুঞ্জন  উঠল! কিন্তু  কেউ  কিছু  বলল  না! হটীর  সাথে  সকলে  একমত  সেটা  সকলেই  বুঝতে  পারলেন! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours