দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

চলতি বছরের ৯ মার্চ  বিশ্বভারতী পূর্ব পল্লী মেলার মাঠে অনুষ্ঠিত হতে চলছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। খরচ ধার্য করা হয়েছে ৮২ লক্ষ টাকা এখনো পর্যন্ত তবে খরচ বাড়তে পারে। খরচ বহন করবে  পশ্চিমবঙ্গ সরকার। এই প্রথম বার  কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুষ্ঠানে সাহায্যের হাত রাজ্যের। খরচ বহন করবে রাজ্যের সরকারের বীরভূমের জেলা পরিষদ ও শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পরিষদের দপ্তর থেকে।  অর্থনৈতিক ও নিরাপত্তা জন্য ।শনিবার বেলা ১টা নাগাদ পূর্ব পল্লী মেলার মাঠে প্রস্তুতিতে ঘুরে দেখলেন যৌথ ভাবে  উপাচার্য বিদুৎ চক্রবর্তী বিশ্বভারতী আধিকারিক সহ   রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদরা বসু বীরভূম পুলিস সুপার শ্যাম সিং , বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ একই সঙ্গে বোলপুর ও শান্তিনিকেতনের দুই থানার অফিসার ইনচার্জ সহ বোলপুর পুলিস সুপার অভিষেক রায়।
উৎসবের অনুষ্ঠান কর্মসূচি নিরাপত্তা বিষয় সম্বন্ধে জেলা পুলিস তরফ থেকে জানান, ১৫০ টি সিসি টিভি ক্যামেরা, শহর বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের জন্য থাকবে জায়েন্ট স্ক‌্রীন, বোলপুর স্টেশন রোড ট্যুরিষ্ট লজ মোড়ে বন্ধ থাকবে সকাল ছটা থেকে যান চলাচল বসন্ত উৎসবের অনুষ্ঠান প্রাঙ্গণে ঘিরে থাকবে একাধিক ড্রপ গেট। থাকছে ড্রোন দ্বারা নজরদারি,  মহিলা ও পুলিস সহ পুরুষ সিভিক ভলান্টিয়ার পুলিস থাকবে । একই সঙ্গে রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান,  সমস্ত খরচ বহন  করবে বিশ্বভারতী বসন্ত উৎসবের রাজ্যে সরকার এখনো পর্যন্ত ধার্য করা হচ্ছে ৮২ লক্ষ টাকা। তবে এর থেকেই বেশি বাড়তে পারে অর্থ।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours