ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

বচক্রুতনয়া  ব্রক্ষ্মবাদিনী  গার্গী!তাঁর  প্রশ্নগুলি  সবচেয়ে  কঠিন  এবং  জটিল!উপনিষদকার  যে  পর্যায়ক্রমে  প্রশ্নকর্তাদের  সাজিয়েছেন সবার  শেষে  গার্গীকে  স্হান দেওয়ার  অর্থ  একটাই ! বিজয়ী  সব  সময়  শেষে  অবতীর্ন  হ'ন!দৌপদীর  স্বয়ম্বর সভায়  অর্জুন  বা  সীতার   বিবাহসভায়  রামচন্দ্রের  উপস্হিতি  সবার  শেষে!অর্থাৎ সেদিন  জনক সভায় উপস্হিত  ব্রক্ষ্মবিদদের  মধ্যে  উত্তরদাতা  যাজ্ঞবল্ক্য  ছাড়া  শ্রেষ্ঠ  ব্রক্ষ্মবাদিনী  ছিলেন ঐবচক্রূতনয়া  গার্গী!
তাঁর  শেষ  প্রশ্নটির  প্রত্যুতরে অসহায়  হয়ে  যাজ্ঞবল্ক্য  বলেছিলেন,"গার্গী  মাতিপ্রাক্ষীর্মা তে মূর্ধ্বা ব্যপর্তৎ!"
       বলার  অপেক্ষা  রাখে  না, এই  সতর্কবানীর  মধ্যে  পরাজয়  স্বীকারের  অন্তর্নিহিত  ব্যঞ্জনা অনস্বীকার্য! প্রকাশ্যে  নারীর  পরাজয়  স্বীকার  করতে  কুন্ঠিত  হয়ে বাঁকা পথে  গার্গীকে  অনুরোধ  করেছেন, অস্বস্তিকর  প্রশ্ন  থেকে  বিরত  হতে! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours