দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

স্কুলের টিউশন  ফি বাকি থাকার 'অপরাধে'  সপ্তম শ্রেণীর এক পড়ুয়াকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দিল না স্কুল কর্তৃপক্ষ । ফলে একটি শিক্ষাবর্ষ ক্ষতি ও মানসিক অনিশ্চয়তা ভুগছেন ওই পড়ুয়া ও তার অবিভাবকেরা । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে । বিষয়টি জানিয়ে রামপুরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পড়ুয়ার অবিভাবক । বীরভূমের রামপুরহাট থানার খরুন গ্রামে একটি বেসরকারি সিবিএসসি ইংরেজি মাধ্যমে  সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত রামপুরহাটের তেরো নম্বর ওয়ার্ডের ওই পড়ুয়া । টিউশন ফি কয়েকদিন পর জমা দেওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলেন ছাত্রীর বাবা । কিন্ত আজ স্কুলে পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়নি বলে অভিযোগ।
খরুনে অবস্থিত ওই স্কুল কর্তৃপক্ষের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এব্যাপারে অভিভাবক মিলন চক্রবর্তী বলেন, এব্যাপারে সুবিচার চেয়ে মহকুমা শাসককের কাছে দরবার করেছি। আজ ধার করে টাকা দিয়ে এসেছি। যদিও মাস শেষ হয় নি। এখন বলছে পরীক্ষা নেবে। বিশ্বাস হয় না, ফাইনাল পরীক্ষা পরে কি করে হয়। আমার ছোট মেয়ে ওয়ানে পড়ে, তাকেও ভয় দেখানো হয়। আর সি বি এস সি স্কুল নাই এই এলাকায়। তাই অপমান সহ্য করতে হচ্ছে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours