ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

বাঁকুড়ায় মানবিক মুখ্যমন্ত্রী। এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার পরিচয় দিলেন তিনি। সম্প্রতি তিনি বাঁকুড়া জেলাসফরে একাধিক প্রকল্পের উদ্বোধন সহ জেলার ২২টি ব্লকের লাভ খতিয়ান খুঁটিয়ে দেখেন। সরকারি কাজের ত্রুটি দেখে তোপ দাগেন আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপর।
উল্লেখ্য মঙ্গলবার বুথকর্মীদের নিয়ে সভা করতে বাঁকুড়া আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল প্রশাসনিক সভা। বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ের বাসিন্দা টুম্পা কুণ্ডু। স্বামী উদয় ভানু কুন্ডুর আকস্মিক মৃত্যুতে দুই সন্তানকে  নিয়ে অসহায় হয়ে পড়েন।কাজের আশায় যত্রতত্র ঘুরলেও কাজ পায়নি তিনি।এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে তিনি হাজির হন বাঁকুড়া সার্কিট হাউসে কাজের আর্জি নিয়ে। সত্ত্বর জেলাশাসককে ঐ মহিলাকে  চাকরি দেবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী দুর্গাপুর রওনা হওয়ার পরে খোদ  জেলাশাসক স্থানীয় বিডিওকে সঙ্গে করে  চাকরির নিয়োগপত্র নিয়ে হাজির হন টুম্পার বাড়িতে। প্রশাসন সূত্রে খবর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ  টুম্পা দেবীকে  অস্থায়ী পদে বেলিয়াতোড় পঞ্চায়েতে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় মুগ্ধ জেলাবাসী তথা টুম্পা দেবী।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours