শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উত্তর ২৪ পরগনা:

শিক্ষা ও শিক্ষাঙ্গণ! দু'টি মাত্র শব্দ। অথচ এই ডিজিটাল দুনিয়ায় এহেন দ্বিজ শব্দ কেমন যেন দুই মেরু প্রান্তর। জেনারেশন চেঞ্জের সঙ্গে শিক্ষা এখন শুধুই সার্টিফিকেট মুখী। আর শিক্ষাঙ্গণ তো ছাড়ো কড়ি মাখো তেলের মতোই সো ক্যাজুয়াল। এটাই এখন নয়া এডুকেশন ট্রেন্ড।
তবু অভিধানে ব্যতিক্রম বলে একটা শব্দ আজও জ্বলজ্বল করে। আর সেই ব্যতিক্রমের পাল তোলা নৌকায় এখনও কিছুমাত্র শিক্ষাঙ্গণের স্রোতধারায় শিক্ষা ফিরে পায় এক নান্দনিক খেয়া ঘাট। যে খেয়া ঘাট পরিপূর্ণ থাকে মানবিকতার পদচিহ্নে।
এমনই এক মানবিক খেয়া ঘাট যে দুর্গাপুরেও আছে। যেখানে শিক্ষার অর্থ প্রকৃত মনুষ্যত্বের মূল্যবোধ। আর শিক্ষাঙ্গণ মানে জীবনকে চেনা আর সাফল্যকে করায়ত্ব করা। প্রশ্ন উঠতেই পারে এমন যখন শিক্ষা ও শিক্ষাঙ্গণের অনন্য উপমা তবে কি নাম তার? হ্যাঁ এই শিক্ষার দেবালয়ের নাম 'নির্ঝর'। এই নির্ঝর প্রকৃতই এমন এক ব্যতিক্রমী আঙ্গিক যেখানে শিক্ষা ও শিক্ষাঙ্গণ আক্ষরিক অর্থে রূপ পেয়েছে - প্রশিক্ষণের দেবালয়ে পড়ুয়াদের জীবন সার্থকতার একান্ত ঠিকানা।
ভারতের রূঢ় অঞ্চল বা শিল্পনগরী দুর্গাপুরের সিজোনের গৌতম বুদ্ধ মার্গ ও স্থানীয় সিএমইআরআই গেস্ট হাউস বাসস্ট্যান্ডের সামনেই অবস্থিত নির্ঝর। নির্ঝরের পক্ষে চৈতালী রায় ও প্রণব ভট্টাচার্য বলেন, 'নির্ঝর একটি ডে বোর্ডিং স্কুল। একেবারে নার্সারী ক্লাস থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এখানে পড়ানো হয়। ইংরাজি ও বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বোর্ডিংয়ের পরিসর রয়েছে।'
ডাবলুবিবিএসই এবং ডাবলুবিসিএইচএসই অনুমোদিত এই স্কুলটিতে উন্নতমানের অত্যাধুনিক পর্যায়ের পঠনপাঠনের সঙ্গে যোগা ক্যারাটে মিউজিক ড্যান্স শেখানো হয় শিক্ষার্থীদের। না না শেখানোর তালিকা এখানেই ইতি গজঃ হলো না। আরও আছে শিক্ষার নানা উদ্যোগ। যেমন, আর্টিফিসিয়াল রক্ ক্লাইম্বিং যে নিয়মিত শেখানো হয় এই শিক্ষাঙ্গণে। এমন প্রশিক্ষণ সূচী সমগ্র দক্ষিণবঙ্গে একক কৃতিত্বের দাবিদার অবশ্যই। সঙ্গে রয়ে গিয়েছে আধুনিক মানের ল্যাবরেটরি।
'দুর্গাপুর চিল্ড্রেন'স অ্যাকাডেমি অফ কালচার' পরিচালিত এই স্কুলের আরও কিছু বিশেষত্ব শিক্ষা জগতে অবশ্যই দাগ কেটেছে। দুর্গাপুর চিল্ড্রেন'স অ্যাকাডেমি অফ কালচারের দুই কর্মকর্তা মৃদুল মুখোপাধ্যায় ও প্রদীপ ঘোষ বলেন, 'আমাদের পড়ুয়াদের জন্য প্রয়োজন ভিত্তিক শ্রেণিকক্ষ রয়েছে। নিয়ম করে সব ক্লাস হয়। তবু স্কুল সীমানার অভ্যন্তরে উন্মুক্ত আকাশ তলে আমরা প্রতিটি ছাত্র ছাত্রীকে শেখাই প্রকৃতি ও পরিবেশকে ভালবাসতে। সবুজকে চিনে নিতে। তবে উন্নতির সোপান থেমে থাকার কথা নয়। আমরা অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যেও নির্ঝরকে আরও উন্নত করার স্বপ্নে ব্রতী হয়েছি।'
শহরের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক শিল্পী ও সরকারি স্কুলের শিক্ষিকা রমা চক্রবর্তী মন্তব্য করেন, 'দুর্গাপুর চিল্ড্রেন'স অ্যাকাডেমি অফ কালচার ও নির্ঝর'কে খুব কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি। নির্ঝর'এ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়া ও শিক্ষকদের অনুপাত সত্যি করে প্রশংসার দাবি রাখে। শিক্ষক শিক্ষিকারা এখানে কিন্ত খুব কেয়ারিং। শুনেছি এখানে নিউট্রিশন মিউজিক ও এডুকেশন সাবজেক্ট নিয়েও পড়ানো হয় কলা বিভাগে। অন্য স্কুলের শিক্ষিকা হয়েও বলবো নির্ঝর এক কথায় শিক্ষা ও শিক্ষাঙ্গণের প্রকৃতই আলো।'

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours