রিয়া ভট্টাচার্য, লেখিকা, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর:

একটা দিন এমন হোক,উচ্চশিক্ষিত বড়লোক পুত্রের পিতা দরিদ্র লক্ষ্মীর পিতার হাতদুটো ধরে বলুন,--"মেয়ে নিতে এসেছি,এক কাপড়েই নিয়ে যাব, যৌতুক এর কথা বলে লজ্জা দেবেন না।"
একটা দিন এমন হোক,অফিসে সামান্য কেরানির চাকরি করা ঘোষালবাবু আটঘন্টা অফিস করে বসের মুখঝামটা আর ইউনিয়নের নোংরা রাজনীতি সহ্য করে ভীড় বাসে দলিত হতে হতে মুমূর্ষু হয়ে বাড়ি পৌঁছাবার পর ঘোষাল গিন্নি কম মাইনের জন্য মুখ ঝামটা না দিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বলুন,--"আসার পথে কোনো কষ্ট হয়নি তো?"
একটা দিন এমন হোক,হৃদয়ে অখন্ড ভালোবাসার সমুদ্র বয়ে নিয়ে চলা ছেলেটা যখন জানতে পারে সে সঙ্গমে অক্ষম তার প্রেমিকা বা স্ত্রী তাকে পুরুষত্বহীন আখ্যা দিয়ে ত্যাগ না করে কপালে আদরের চুমো এঁকে বলুক,--"ভালোবাসি।"
একটা দিন এমন হোক,ভরা কলেজ ক্যাম্পাসে শ্রীপর্ণা সুদীপার দুটো হাত নিজের হাতে নিয়ে বলুক,--"আজীবন তোর সাথে কাটাতে চাই,বেস্টফ্রেন্ড নয়,ভালোবাসার অধিকারে।"কোনো সমাজের নিয়ম যেন তাদের মাঝে আসতে না পারে।
একটা দিন এমন হোক,পরিবারের চাপে অকালে নিজের রকস্টার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বিয়ের পিঁড়িতে বসা মেয়েটির হাতে ফুলশয্যার রাতে বর তুলে দিক সাধের গিটারখানা,--"তুমি গাও,স্বপ্নপুরন করো,আমি তো আছি।"
জানি দিনগুলো হয়ত কল্পনা,অথবা কল্পবাস্তব,কোথাও রূপকথা কোথাও একান্ত সত্য।তবু চাইব এমন দিন আসুক,বারবার আসুক,মানুষ ভালোভাবে বাঁচুক,ভালোবাসায় বাঁচুক। (ক্রমশঃ)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours