চন্দন ভৌমিক, ফিচার রাইটার, দুর্গাপুর:

চলে এলো আর একটা প্রজাতন্ত্র দিবস..ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস..আজকের দিনে আমাদের শপথ..শান্তি, প্রেম, একতা আর সমতা, আর আমাদের অধিকারের চেয়ে আমাদের কর্তব্য সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে... যাই হোক ফিরে আসি একটু লঘু কথায় ..আজকের প্রজাতন্ত্র দিবসে প্রজাদের একটাই কষ্ট দিনটা রবিবার..একটা সরকারি ছুটি নষ্ট..সরকারি প্রজাদের কষ্টটা একটু কম...প্রজাতন্ত্রের দিন অন্তত অফিসে যেতে হবে না...বেসরকারী প্রজাদের কষ্টটা একটু বেশি..কারণ মালিক ফতোয়া জারি করেছে..পতাকা তুলতেই হবে..কর্মীদের দেশভক্তি দেখাতেই হবে..সে প্রজা ৩০০০ হাজার টাকায় কেনা হোক বা ৩০ হাজার টাকায় ..শুধু কষ্ট নেই খেটে খাওয়া প্রজাদের..তাদের কাছে রবিবার ও যা সোমবার ও তাই...সেটা আমার ঘরের কাজের মাসি হোক বা আমার পাড়ার ডাকসাইটে নেতার কাজের মাসি হোক...যাই হোক প্রজাতন্ত্র দিবস বলে কথা..আমাদের পাড়ার নেতা বক্সীবাবু ভীষণ ব্যস্ত..বক্সীবাবুর নিজস্ব বিরাট ব্যবসা সাথে আবার সমাজ সেবা করার জন্য রাজনীতিতে যোগদান...বিরাট বাড়ি, তিনচারটা গাড়ি..ঠাকুর, চাকর, দরোয়ান সব মিলিয়ে বেশ একটা  জমিদার জমিদার ভাব...জমিদার প্রথা উঠে গেলেও জমিদার এখনো আছে..আজকের স্বাধীন ভারতের জমিদাররা হচ্ছে...ছোট ছোট কারখানার মালিক..বেসরকারি কলেজের মালিক সাথে অবশই নেতা মন্ত্রীরা..অদ্ভুত এক গাঁটবন্ধন..আগে সালিসি সভা বসতো জমিদারের বাড়িতে ..আর এখন বসে মালিকের ঠান্ডা ঘরে..পার্টি অফিসে..যাক এটা আমার বিষয় নয় ..বক্সীবাবুতে ফিরে আসি..প্রজাতন্ত্র দিবস নিয়ে বক্সীবাবু প্রচন্ড ব্যস্ত..মিটিং আর মিটিং..লোক জোগাড় করে..পতাকা তুলতে হবে..পতাকা দিয়ে পুরো মাঠ সাজাতে হবে..মিষ্টির অর্ডার দিতে হবে.. বক্সীবাবু পাড়ায় পাড়ায় মিটিং করে বললেন..."কাল সবাই সমস্ত কাজ কর্ম ছেড়ে খেলার মাঠে চলে আসবেন সবাই, সকাল সকাল..কাল প্রজাতন্ত্র দিবস..পতাকা তোলা হবে ও পরে মিষ্টি বিতরণ করা হবে...সবাই খুব খুশি.. হাততালি দিলো..বক্সী বাবু ও বেজায় খুশি..এই না হলে নেতা...
বেশ খুশ মেজাজে সন্ধে বেলায় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সবে মাত্র এক পেয়ালা দামি চা নিয়ে বৈঠকখানায় বসেছেন..এমন সময় বাড়ির যত কাজের লোক, গিন্নিমা এসে হাজির ..গিন্নি মা চিৎকার করে বললেন..মিটিং তুমি এ কি সব বলেছো..কালকে এরা কেউ কাজে আসবে না ...আমি বাপু এক হাতে এতো কাজ সামলাতে পারবো না...তুমি কি করবে করো ...বক্সী বাবু এবার রেগে মেগে চাকর বাকরদের জিজ্ঞাসা করলেন...কি রে কাল তোরা কাজে আসবি না কেন?...কাজের লোকদের মধ্যে একজন বিনীত ভাবে বললো ...কাল রাতে পাড়ার মধুদা এসে বলে গেছিলো...আজ তোদের বাবুর মিটিং আছে...তোরা সবাই আসবি ..তা বাবু আমরা সবাই আপনার মিটিং শুনতে গেছিলাম...আপনিই  তো মিটিং এ বললেন কাল নাকি প্রজা দিবস...কাল প্রজারা সব কাজ কর্ম ছেড়ে পতাকা তুলতে যেন যায় ..সাথে তো মিষ্টিও খাওয়াবেন বলেছেন...আমাদের কি দোষ বলুন বাবু...বক্সীবাবু হকচকিয়ে গিয়ে বললেন...আরে বাবা ওটা কি তোদের জন্য বলেছি নাকি..ওটা তো লোকেদের জন্য বলেছি...আর তোরা তো লোক নোস্ ..তোরা হচ্ছিস আমার কাজে লোক..তোদের ওসব পতাকা টাটকা তুলতে যাবার দরকার নেই... জয় হিন্দ ...বন্দেমাতরম...

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours