শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উত্তর ২৪ পরগনা:
গা ছম ছম। ওই ভূতের অট্টহাসি। মঞ্চে খুদে ভূতের আবহে জমজমাট শীতের সকাল। সোমবার দুর্গাপুর পাবলিক স্কুলে এভাবেই শুরু হল এক দিবসীয় বার্ষিক অনুষ্ঠান। মঞ্চে নাচ গান চলছে গুল গুলা গুল গুল গুল্লি। দর্শক আসন থেকে অভিভাবকবৃন্দ ও অতিথিরা করতালি দিতে থাকেন। এই অনুষ্ঠানে স্কুলের এগারোশো ছাত্র ছাত্রী অংশ নেয় রকমারি সাংস্কৃতিক আঙ্গিকে।
দ্বাদশতম এই বার্ষিক দিবস অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় মেয়র দিলীপ কুমার অগস্তি। স্কুলের প্রিন্সিপাল সোমা রায় বলেন, "আমাদের স্কুলের পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটনার উদ্দেশ্য এই আয়োজন।"
গা ছম ছম। ওই ভূতের অট্টহাসি। মঞ্চে খুদে ভূতের আবহে জমজমাট শীতের সকাল। সোমবার দুর্গাপুর পাবলিক স্কুলে এভাবেই শুরু হল এক দিবসীয় বার্ষিক অনুষ্ঠান। মঞ্চে নাচ গান চলছে গুল গুলা গুল গুল গুল্লি। দর্শক আসন থেকে অভিভাবকবৃন্দ ও অতিথিরা করতালি দিতে থাকেন। এই অনুষ্ঠানে স্কুলের এগারোশো ছাত্র ছাত্রী অংশ নেয় রকমারি সাংস্কৃতিক আঙ্গিকে।
দ্বাদশতম এই বার্ষিক দিবস অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় মেয়র দিলীপ কুমার অগস্তি। স্কুলের প্রিন্সিপাল সোমা রায় বলেন, "আমাদের স্কুলের পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটনার উদ্দেশ্য এই আয়োজন।"
Post A Comment:
0 comments so far,add yours