ইন্দ্রানী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

শারদ সন্মান পুরস্কার প্রদান অনুষ্ঠানে থানার সেরা সাতটি গ্রামকে পুরস্কৃত করা হল। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষথেকে থানার কয়েকশো দুর্গাপুজো থেকে সেরার সেরা পুজো কমিটি গুলিকে সন্মাননা জানানো হয়। সাথে সাথেই ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিদ্যু পালের সৌজন্য পুলিশ কেস বা ডাইরি হয়নি এই রকম সাতটি গ্রামকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীন) বিশপ সরকার, বিষ্ণুপুর এসডিপিও, সার্কেল ইন্সপেক্টর, ইন্দাসের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী, সভাপতি ফরিদা খাতুন প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপারের কথায়," পুলিশ ও সাধারণ  মানুষের মধ্যে কোন পার্থক্য নেই। পুলিশের শুধুমাত্র পোশাক রয়েছে। " তিনি ওসির মস্তিষ্ক প্রসূত অভিনব কেস হয়নি এমন গ্রাম গুলিকে সন্মাননা প্রদান কে ভূয়সী প্রশংসা করেন। সাথে সাথেই তিনি আশা প্রকাশ করেন পরবর্তি কালে এর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এদিন বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের ও পুরস্কৃত করা হয়। জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours