সুকন্যা পাল, সাংবাদিক, কলকাতা: পুরুলিয়ার সেন্ট পিটার্স স্কুল। এই স্কুলের প্রিন্সিপালকে ঘিরেই নানা অনিয়মের অভিযোগ সামনে নিয়ে এলো ডায়েসিস অব দুর্গাপুর। 

ডায়েসিস অব দুর্গাপুরের তরফে প্রতিষ্ঠানের সেক্রেটারি সুব্রত গড়াই ও ওই স্কুলের সেক্রেটারি অর্চনা অধিকারী দে একযোগে অভিযোগ করেন, স্কুলটি এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন। কিন্তু স্কুলের জন্য ব্যয় বরাদ্দ প্রায় ৬৫ লক্ষ টাকার হিসেব সংশ্লিষ্ট প্রিন্সিপাল সঠিক পন্থায় দিচ্ছেন না। তাঁদের আরও অভিযোগ হিসেবের নথি সংগ্রহ করতে গেলে তাঁদের স্কুল গেট থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি স্কুল পরিচালন ক্ষেত্রে ডায়েসিস অব দুর্গাপুরের নূন্যতম শিষ্টাচার মানছেন না অভিযুক্ত প্রিন্সিপাল বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তবে ওই স্কুলের এক কর্মকর্তা যাবতীয় অভিযোগ খণ্ডন করে জানিয়েছেন, এই স্কুলের বিরুদ্ধে ওঠা সমস্ত বক্তব্য ভিত্তিহীন। তাঁদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অসত্য প্রচার করা হচ্ছে। 
অন্যদিকে অভিযোগকারীদের মন্তব্য, সমস্ত অনিয়মের বিরুদ্ধে পুলিশকে জানানো হয়েছে। অনিয়ম কড়া হাতেই দমন করা হবে।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours