গার্গী দাস, সাংবাদিক, কলকাতা:

পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে শুক্রবার অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) হুমায়ূন বিশ্বাসের কাছে পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে বিশেষ শিক্ষক নিয়োগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় । অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) বিশেষ শিক্ষকদের দাবী গুলি মনোযোগ সহকারে শুনে তিনি এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
পশিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সংগঠনের পক্ষ থেকে দেবাশিস গুই, সুবীর রায়, সঞ্জয় দত্ত, সুলেখা রায় প্রমুখ সদস্যরা অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) এর সঙ্গে দেখা করে তাদের দাবি গুলি তুলে ধরেন। এই বিষয়ে পূর্ব বর্ধমান বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় দত্ত বলেন, "কেন্দ্র সরকারের সমন্বিত শিক্ষার আইন এবং সর্ব শিক্ষা নীতিতে সাধারন বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়েছে, অন্যান্য সকল রাজ্যে এই আইন অনুযায়ী পদক্ষেপ নিলেও পশিমবঙ্গ সরকার এই বিষয়ে বিগত আট বছরে কোন সদিচ্ছা দেখায়নি । এর ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং বিশেষ শিক্ষক উভয়েই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই বিশেষ শিক্ষক দের পক্ষ থেকে আমাদের এই দাবী।"


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours