শ্রাবণী মজুমদার, লেখিকা, বীরভূম:

রিয়া সেন অভিনীত মিস ম্যাচ ট্যুর লাইক পার্টনার বদলের কাহিনী মনে পড়ে? আফ্রিকার নাইজারে ওয়াড্ডাবে উপজাতিদের জীবনে অনেকটা এই ঘটনা ঘটে থাকে। তবে সেটা প্রথার মোড়কে!

নাইজারে এই উপজাতিরা  বয়সে বিয়ে করে। আবার পরিণত বয়সে তারা অন্যের বৌ চুরি করে। এটাই তাদের রীতি। চুরি করে যদি ধরা না পড়ে তাহলে‚ সেই জুটিকে স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অন্যদিকে ‚ তুরস্ক এবং নিউ গিনির পুরুষরা যৌনাঙ্গে গয়না পরে। আবার অবাধ যৌনাচার রুখতে পূর্ব আফ্রিকার অনেক জনজাতি আবার মেয়েদের যৌনাঙ্গ সেলাই করে রাখে। যাতে তারা বিয়ের আগে যৌনতা না করতে পারে।

ইন্দোনেশিয়ায় পালিত হয় পোন উৎসব। এই উপলক্ষে উপজাতিরা দল বেঁধে জাভা পাহাড়ে যায়। সেখানে তারা যৌনতায় লিপ্ত হয়। তবে‚ একটাই শর্ত,  মিলিত হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কারওর সঙ্গে। বছরে সাত বার এই উৎসব হবে। এই সাতবারই একই পার্টনারের সঙ্গে যৌনসঙ্গম করতে হবে। তাতেই পূর্ণ হবে প্রার্থনা।

আমাদের দেশে, হিমাচল প্রদেশে আবার অনেকেই দ্রৌপদী আছেন। কন্যাপণের কারণে সম্পত্তি বাঁচাতে এক সাথে অনেক পুরুষ ভাগাভাগি করে একজন স্ত্রী গ্রহণ করে!


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours