ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ 

    পশ্চিম বঙ্গের  দুর্গাপুরের  স্বেচ্ছাসেবী সংস্হা ' অভিলাষ '! পশ্চিম বঙ্গের  বৃহত্তম  স্বেচ্ছাসেবী  সংস্হার  একটি! এই  সংস্হা অনাথ  ও আর্থিক ভাবে দুর্বল  শ্রেনীর  ১৪০  জন  আবাসিক  ছাত্র  ছাত্রী  উচ্চমানের  থাকা  খাওয়া  সহ  লেখাপড়ার  সুযোগ  পায়!
       ২০০৭  সালে  দুর্গাপুরে  অভিলাষের  পথ  চলা  শুরু! বর্তমানে  দুর্গাপুরের  মলানদিঘী  গ্রামে  ইংরাজী মাধ্যম  স্কুল ছাত্র ছাত্রীদের জন্য  পৃথক হষ্টেল, উন্নত মানের  ডাইনিং  হল  এবং  অত্যাধুনিক  অফিস  গড়ে  ওঠে!
         এই  এন,জি,ও -এর  বৈশিষ্ঠ  হোল, কোন  ধর্মের  প্রতি  পক্ষপাত দুষ্ট  নয়, আবার  কোন  ধর্মের  বিরোধীও  নয়! ছাত্র ছাত্রীদের এবং  আবাসিক  কর্মীদের মধ্যে হিন্দু  মুসলিম  ও  খ্রীষ্টান সম্প্রদায়ের  মানুষ  আছেন!
           এখানে  কোন  দেব  দেবীর  ছবি  নেই! কিন্তু  সারা  বছর  বিভিন্ন  সম্প্রদায়ে  উৎসবগুলি পালন করা  হয়!যেহেতু  শিক্ষাই  মূল  উদ্দেশ্য  তাই  ছাত্র  ছাত্রীরা  সরস্বতী২ পুজায় মাতে! 'দোল'  ও 'রাখী ' তে  অংশ  নেয়  সব  ছাত্র  ছাত্রী! আর  হষ্টেলে  গন  ভাইফোঁটা শুধৃ  হয় না, হিন্দু মুসলিম  ও খ্রীষ্টান  ছাত্রীরা  হিন্দু  মুসলিম  খ্রীষ্টান  ছাত্রদের  ফোঁটা  দেয়!
এদিন সকালের  মেনুতে থাকে  পায়েস  মিষ্টি, দুপুরে  খাসির  মাংস  ভাত!
           সব  সম্প্রদায়ের  মেল  বন্ধন  ঘটিয়ে  'অভিনব ভাইফোঁটা ' অনুষ্ঠান  করে  নজীর  গড়ছে  'অভিলাষ ' যে  অভিলাষ ' সুপ্ত  প্রতিটি  ভারতবাসীর  মনের  গভীর গহনে লালিত !
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours