অঙ্কিতা ভট্টাচার্য, ফিচার রাইটার, পূর্ব বর্ধমান:

(দুজনেই চুপ কেন?)

মিডিয়া কনফারেন্স করার পরও যখন বিশ্বের নারীবাদী মহিলা অর্থাৎ আমার মা তসলিমা নাসরিন চুপ থেকে গেলেন ও আমাদের ভারত দেশের সাংসদ তথা আমার জন্মদাতা পিতা চুপ থেকে গেলেন। নড়েচড়ে বসলেন কেন্দ্র সরকার চালিত বিজেপি পার্টি। কেন্দ্র বিজেপি থেকে রাজ্য বিজেপি কে রিপোর্ট চেয়ে পাঠালেন, আমার এই ঘটনার। তখন আমার মনে একটু শান্তি হয়েছিল, যাক এইবার আমার পিতৃ পরিচয় ও মাতৃ পরিচয় ফিরে পাওয়া যেতে পারে। এটা মনে হয়েছিল আমার এতদিন ধরে যে ধরনের প্রতারণা করা হয়েছে তার সুবিচার পাওয়া যেতে পারে। কিন্তু আমার এই আশায় সম্পূর্ণ জল পড়ে গেল। কোন প্রকার আমার এই সমস্যার সমাধান হলো না। অপরদিকে আমার জন্মদাতা পিতাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন বিজেপি পার্টি থেকে। এরপর আমি একটি বেসরকারি মানব অধিকার সংস্থার সাহায্য কলকাতার আলিপুর কোর্টে একটি অভিযোগ দায়ের করি। আমি এখানে একটি কথা কোনো ভাবে কোনো প্রকার বুঝতে পারলাম না যে এনজিওর মানবাধিকার সংস্থার কাছে অসহায় হয়ে সাহায্যের জন্য গিয়েছিলাম তার পশ্চিমবঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শেখ হরনাথ ঘোষ মহাশয় এক বছর আগে আমার অভিযোগ কেন পশ্চিমবঙ্গ মানব আধিকার কমিশনে অথবা জাতীয় মানব অধিকার কমিশনকে জানালেন না। তাহলে এর মধ্যে কি কোন প্রকার রহস্য লুকিয়ে আছে?
যাইহোক আমার এই ঘটনা তদন্ত করলে সম্পূর্ণভাবে জানা যাবে আমার এই ঘটনার মধ্যে আর কোন কোন ব্যক্তি জড়িত আছেন। আমার দেওয়া আলিপুর কোটে অভিযোগের ভিত্তিতে আমার জন্মদাতা পিতা কোর্টে বেশ কয়েকটি তারিখ এলেন না। অবশেষে প্রায় এক বছর পর আমার জন্মদাতা পিতা লিখিতভাবে উত্তর দিলেন আদালতে। এবং সেই উত্তরের সহিত আমার অভিযোগের কোনো সম্পর্ক নেই। আমার জন্মদাতা পিতা জর্জ বেকার ওখানে বলেছেন আমার বয়স হয়ে গেছে, আমার নানান ধরনের রোগ আছে, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।এখানে আমি আমার জন্মদাতা পিতা জর্জ বেকার এর সব কথা মানলাম। কিন্তু আমার দাবির সাথে উনার এই ধরনের উত্তরের কি সাদৃশ্য আছে?আমার সাথে আজ প্রতারণা করা হয়নি এক প্রকার ছোট থেকেই আমাকে পিতৃ পরিচয় দেননি আমার জন্মদাতা পিতা জর্জ বেকার। আজ আমার জন্মদাতা পিতার বয়স হয়েছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার জন্মদাতা পিতার বয়স তো কম ছিল। তাহলে আজ কেন এই ধরনের কথা বলছেন আমার জন্মদাতা পিতা জর্জ বেকার।।যেকোনো মানুষের বয়স হলেই রোগের বৃদ্ধি পায় এটা তো প্রকৃতির নিয়ম এই ধরনের কথা বলে আমার জন্মদাতা পিতা জর্জ বেকার এই ঘটনা থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার চেষ্টা করছেন। এবং উনি এটাও বলছেন আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। যদি আমার দাবিতে উনি ব্ল্যাকমেইলের শিকার হন তাহলে উনি তো একজন সাংসদ উনাকে অবিলম্বে আমার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। উনি কেন প্রশাসনিক পদক্ষেপ নিতে পারছেন না আমার বিরুদ্ধে????কারণ উনি ভালো করেই জানেন উনি যদি আমার বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ করেন তাহলে আমি তৎক্ষণাৎ প্রমাণ করে দেবো যে আমার অভিযোগ সত্য।আমার জন্মদাতা পিতা জর্জ বেকার এর কাছে আমার এই ঘটনা এমনই একটা পর্যায়ে গেছে সেটি হলো আমার জন্মদাতা পিতা জর্জ বেকার আমার ঘটনাকে অস্বীকার করতে পারছেন না আবার স্বীকার ও করতে পারছেন না।যদি আমার জন্মদাতা পিতা আমাকে স্বীকার না করেন ও আমার জন্মদাত্রী মা তসলিমা নাসরিন আমাকে স্বীকার না করেন তাহলে আমার জন্মদাতা পিতার ও জন্মদাত্রী মায়ের ডি এন এ পরীক্ষা মাধ্যমে আমার পিতৃপরিচয় ফিরিয়ে দেওয়া হোক। আমি ডি এন এ পরীক্ষার জন্য প্রস্তুত। (ক্রমশ)

(প্রতিবেদনের যাবতীয় দায় লেখিকার)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours