চন্দন বন্দোপাধ্যায়, ফ্রীল্যান্স রিপোর্টার, কলকাতা:
প্ৰতিবছরই লক্ষ্মীপুজোয় বাজারের চড়া দর দেখতে অভ্যস্ত বাঙালি। কিন্তু এ বার পুজোর বাজার করতে বেরিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। আর যাইহোক, এ বার লক্ষ্মীপ্রতিমার দামে নেই তেমন ফারাক!
আসলে গোটা দুর্গাপুজো পর্ব জুড়ে এক নাগাড়ে ভরা বৃষ্টির কারণে ফলমূল-শাকসবজির জোগানে সংকট আরও প্রবল। কয়েক দিন আগের ২৫ টাকা কেজির পটল-ঝিঙে শনিবার বাজারে মিলছে দ্বিগুণেরও বেশি দামে। আগুন লেগেছে ফলের দরেও। আজ পুজোর সকালে দাম আরও উর্ধ্বমুখী । ক’দিন আগেই ৪০-৫০ টাকা কেজি দরে দেদার বিক্রি হওয়া শশায় হাত দেওয়া যাচ্ছে না। কলকাতা এবং শহরতলির রবিবারের বাজারে তা কেজি প্রতি ৮০ টাকা ছুঁইছুঁই। একটু ভালো মানের আপেল ছুঁয়েছে 150 টাকা কেজি। লক্ষ্মীপুজোর বাঁধাধরা উপকরণ নারকেল বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকায়
দশকর্মার সামগ্রীর দামও এ বার আকাশছোঁয়া।
Post A Comment:
0 comments so far,add yours