ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য ফিচার রাইটার দুর্গাপুরঃ   কাঁকসার  জঙ্গলমহলের  অযোধ্যা  গ্রামের  ব্রাক্ষ্মন সম্প্রদায়ের  মোট  পাঁচটি  দুর্গাপুজো  সাড়ম্বরেই  অনুষ্ঠিত  হয়! বন্দ্যোপাধ্যায়  পরিবারের 'বড়মা' নামে  খ্যাতা  দেবী পটে  পুজিতা  হ'ন! বহুপূর্বে  কোন  এক  মৃৎশিল্পী প্রতিমা নির্মানকালে অনাচার করেন  এবং  এর  পর সেই শিল্পীর  আকস্মিক  মৃত্যু  ঘটলে ! আর  কোন  মৃৎ  শিল্পী  প্রতিমা  নির্মানে  রাজী  না  হওয়ায়! বহ  বছর  পটেই  দেবী  পুজিতা  হ'ন!

      
     ঘটকবাড়ী  দুটি  পুজা  হয়  একটি  মৃন্ময়ী প্রতিমা  অার  একটি  পিতলের  প্রতিমা! মুখার্জী  বাড়ীর  পুজোটির  পত্তন  হয়  ১৭.  ৪০  খ্রীষ্টাব্দে  অর্থাৎ  পলাশীর  যুদ্ধের  ১৭  বছর  পূর্বে! প্রতিষ্ঠা  করেন  বিদ্যাভূষন  উৎসবানন্দ  তর্কচুড়ামনি ( মূল  পদবী  মুখোপাধ্যায়)!

              পুজোয়  সপ্তমীতে  চালকুমড়ো, অষ্টমীর  সন্ধিক্ষনে  শ্বেত  ছাগ  ও  নবমীতে  যে  কোন  বর্নের  ছাগ  বলি  দেওয়া  হয়,!
সপ্তমী , অষ্টমী  ও নবমীতে  থাকে  পংতি ভোজের  ব্যবস্হা! প্রতিমা  বিসর্জনের পূর্বে  বাড়ীর  বিবাহিতা কন্যারা ও গৃহবধূরা  প্রথমে  দেবী বরন  করে  পরে  মেতে  ওঠে  সিঁদুর  খেলায়!
       মুখার্জীর  বাড়ীর  পাশেই  চ্যাটার্জী পরিবারের  দুর্গামন্দির  ! এই  পুজাটিও  মুখার্জীবাড়ীর  পুজার  সমসাময়িক  বা  কয়েক বছর পূর্বে  পত্তন  হয়! কে  এই  পুজার  পত্তন  করেন সে  বিষয়ে  সুনির্দ্দিষ্ট  কোন  তথ্য  নেই ! 
          চ্যাটার্জীবাড়ীর  পুজোতে সপ্তমী , অষ্টমীর সন্ধিক্ষন ও নবমীতে  ছাগ  বলি  হয়! অষ্টমীর  সন্ধিক্ষনে  শ্বেত  ছাগ  বলি  দিতে  হয়! পংতি  ভোজের  ব্যাবস্হা থাকে সপ্তমী  অষ্টমী  ও নবমীতে!
          প্রতিমা  নিরঞ্জনের  পূর্বে  দেবী  বরনের  পর  সিঁদুর  খেলায়  মেতে  ওঠে  চ্যাটার্জী  পরিবারের  এয়োতিরা!



     
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours