মোঃ মাসুদ হাসান, ফিচার রাইটার, রঘুনাথগঞ্জ:

সুদীর্ঘ 73বছরের বঞ্চনার পর 2018 সালের শেষের দিকে আশায় বুক বেঁধেছিল মুর্শিদাবাদ জেলাবাসি.কার্যত সে আশাতে একেবারে জল ঢেলে দিয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গেজেট (no 1872L dated 01-10-2018)। গেজেট প্রকাশের পরে জানাগেল  জেলার ঐতিহ্যবাহী কলেজের অবলুপ্তি ঘটিয়ে  বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্ত. আর এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই সরব জেলার শিক্ষক ছাত্র ও বুদ্ধিজীবীমহল সহ সমস্ত নাগরিক সমাজ৷ গোটা মুর্শিদাবাদ জুড়ে এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ চলছে প্রচার৷ ডাকা হয়েছে আলোচনা সভা৷ মূলত এই আশঙ্কা প্রকাশ করে আগামী শনিবার (26/10/19) বহরমপুর পুরানো থানার পাশে(পেনশনার হলে)  জেলার সমস্ত ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন শিক্ষক সংগঠনসহ নাগরিক সমাজকে জমায়েতের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম ফর ইউনিভার্সিটি ইন মুর্শিদাবাদের সদস্যরা৷ চলছে প্রচার৷পুস্তিকা বিতরণ ও পোস্টারিং। 
এই বিষয়ে UFUM সভাপতি  আইনজীবী মোজাম্মেল হক বলেন ‘‘কৃষ্ণনাথ কলেজকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে৷আমরা জেলাবাসী কোনও ভাবেই এটা হতে দেবো না৷ বহরমপুরে কৃষ্ণনাথ কলেজের একটা ঐতিহ্য রয়েছে ৷ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলার এই শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক স্বাধীনতা সংগ্রামী পঠনপাঠন করতেন৷এবং অনেক ঐতিহাসিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, দার্শনিক ও বিজ্ঞানীর জ্ঞান চর্চার স্থান ছিল এই কৃষনাথ কলেজ.  বর্তমানে জনবহুল মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজ৷ বিশ্ববিদ্যালয় তৈরির নামে ইতিহাসখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে সেই স্থানে বিশ্ববিদ্যালয় তৈরি করা কোনও ভাবে মেনে নেওয়া যায় না৷ মুর্শিদাবাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন 3+1=4জন সাংসদ৷ বিধানসভায় প্রতিনিধিত্ব করেন ২২ জন বিধায়ক৷ এবং মুর্শিদাবাদ থেকে অনেকেই কেন্দ্র ও রাজ্যে বড়ো বড়ো মন্ত্রীও হয়েছেন কিন্তু, দুর্ভাগ্যের বিষয়, ভোটে জিতে কেউ আর মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে চেষ্টা করেননি ৷ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ সেভাবে এগোয়নি৷ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় কৃষ্ণনাথ কলেজকে অক্ষত রেখে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ, ফ্যাকাল্টি নিয়োগ ও দ্রুত পঠনপাঠন শুরু করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করছি ’’।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours