চন্দন বন্দোপাধ্যায়, ফ্রীল্যান্স রিপোর্টার, কলকাতা:

টালা সেতু দিয়ে  তিন টনের কম ওজনের যান চলাচল করার নির্দেশ জারি করেছিল  রাজ্য সরকার । কিন্তু  মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না  স্পষ্ট জানিয়েছেন, মেরেকেটে বড়জোর দু’মাস চালু রাখা যেতে পারে টালা সেতু । নিজের রিপোর্টে  রাজ্যকে এমন কথাই জানিয়েছেন এই সেতু বিশেষজ্ঞ ।  ‘রাইটসের’ সুপারিশকেই কার্যত সমর্থন করেছেন তিনি। দ্রুত ওই সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সুপারিশ মেনে রাজ্য সরকার যদি  সেতু ভাঙার সিদ্ধান্ত নেয়, তবে  যান চলাচলের বিকল্প রাস্তা কী হবে, তা ভাবাচ্ছে প্রশাসনকে। সূত্রের খবর, শনিবার নবান্নে বিষয়টি নিয়ে  বৈঠকে বসতে চলেছেন  মুখ্যমন্ত্রী।   
মুখ্যসচিব রাজীব সিংহের কাছে ইতিমধ্যেই  রিপোর্ট জমা দিয়েছেন রায়না। এর পরেই পূর্ত দফতরের সচিব-সহ অন্যান্য আধিকারিক, রেলের কর্তা, ‘রাইটসের’ প্রযুক্তিবিদ এবং কলকাতা পুলিশের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেখানেই সেতু ভেঙে ফেলার বিষয়টি আলোচনা হয়। বিকল্প সেতু নির্মাণের কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ করা কার্যত অসম্ভব । যদিও বৈঠকে হাজির প্রযুক্তিবিদদের মতে, দু’ থেকে আড়াই বছরের আগে কাজ শেষ হওয়া অসম্ভব।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours