সোমা নাথ, লেখিকা, কলকাতা:

কলকাতার পুজো - অনেক আড়ম্বর, অনেক হই চই অনেক কিছু পাওয়া ! সবের মাঝে না পাওয়া গুলো কেমন ফ্যাকাশে , কারো চোখ টানে না !
বর্ষায় ভেসে যায় ঘর থেকে মানুষ, পশু, - মরে কত প্রাণী - পাখি! তবু সন্তোষ মিত্র স্কোয়ারের কয়েক কোটি টাকার তৈরি  "কনক দূর্গার " কেমন হাসি হাসি মুখ! 
বউ বাজারের বাড়ি ভেঙে পরে , গড়ে ওঠে পাড়ায় পাড়ায় লক্ষ - কোটি টাকার থিমের প্যান্ডেল !
ঈশ্বর কোথায় ? সত্যিই যদি থাকতেন , পারতেন? এত অনাচার সইতে? দেবী দুর্গা আর দেবী অন্নপূর্ণা সত্যিই আর এক রূপ মাত্র। কি করে পারবেন তিনি সন্তানদের এত হাহাকারের মাঝে পুজা গ্রহণ করতে? 
পুজো উদ্যোক্তাদের প্রতি বছর এই পূজার থিমের ওপর বহু মানুষের রুজি রোজগার নির্ভর করে ঠিকই, কিন্তু এত সোনা , রূপা, এত টাকার ছড়াছড়ি না করে দেশের কাজে লাগালে দেশ টা আজ এমন রসাতলে যেত না।
এক দিকে কান্নাকাটি, হাহাকার, যন্ত্রণা আর অন্যদিকে আলোর রোশনাই, হইচই, উল্লাস , এই কি বৈচিত্রের মধ্যে ঐক্য ? পূজা কমিটি গুলি কি পারত না এবার একটু অন্য রকম পূজা করতে ? যেখানে সবাই হাসতে পারত একসাথে?
আমার ভালো লাগে না এই বৈষম্য । তাই প্রতি বছর পূজায় বেড়িয়ে যাই কোথাও। পুজো বৈষম্য থেকে নিজেকে লুকোতে।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours