মুনিয়া মনি, ফিচার রাইটার ও লেকচারার, বাংলাদেশ:

জীবনটা কত্ত অদ্ভুত তাইনা! কেউ কেউ দেশ-সমাজ-মানুষ নিয়ে উদাসীন থেকে শুধু নিজের জন্য বাঁচে এবং দিনশেষে বাহবা পায়,কেউবা আবার সচেতনতার পরিচয় দিতে গিয়ে নরঘাতকের বলি হয়....বলি এই কলিকালে সত্যিই কি অন্যকে নিয়ে ভাবতে আছে??? 
 আজকাল মনে হয় বেশি পড়াশোনা করে ভুল করে ফেলেছি...
H.S.C এর পর বালিকাবধূ হয়ে কারো পরাণ জুড়াতাম, বাচ্চাকাচ্চার ডায়াপার চেঞ্জ করতে করতেই সমস্ত সৃজনশীলতা বিনষ্ট করে ফেলতাম,শাশুড়ি - ননদের সাথে কোমর বেঁধে ঝগড়া করতাম....
Husband এর টাকায় আলগা ফুটানি করতাম, সমাজ-জাতি-রাষ্ট্র- বিবাহিত বান্ধবী- পাড়াতো ভাবি ইনফ্যাক্ট আমার বাপ - মা বাদে সবাই খুব শান্তি পেতো...

অন্তত একদিক থেকে মনে হয় শান্তিই পেতাম....

তিস্তার পানি,ফেণী নদী,ফারাক্কা বাঁধ,রোহিঙ্গা, কাশ্মির,পেঁয়াজ,বিশ্বব্যাংক,জাইকা,সিরিয়া- ফিলিস্তিন যুদ্ধ,কিংবা পরাশক্তির প্রেসক্রিবশন অনুযায়ী দেশ কোন অতলে নিমজ্জিত হচ্ছে,.... এসব জটিল- কুটিল বিষয় নিয়ে কোনো ভাবনায় কাজ করতো না....

সকালে ঘুম থেকে উঠেই হয়তো বুয়েটের ছেলেটার মাকে ফোন দেবার কথা ছিলো.... তার মা কি করে ভাববে আজ এই বৃষ্টিতে তার ছেলের দাফন হবে.....!

আগে ভাবতাম যেকোনো ক্যাম্পাসই নিরাপদ....সেখানে প্রক্টরিয়াল বডি থাকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য.....কিন্তু সেখানে যে মরণদূত থাকে তা জানতাম না......

ভাবনাগুলো তাড়িত করে,মগজের রন্ধ্রে রন্ধ্রে গিয়ে যন্ত্রণার সৃষ্টি করে..... অসহায়ত্বকে উপহাস করি...
কেন কিছু করতে পারি না....

একটা ছেলে মারা গেছে, আপনার - আমার কারো কিচ্ছু হয়নি....
দেশেরও কিছু হয়নি....দেশ প্রতি বছর এমন অসংখ্য বুয়েটিয়ান পয়দা করতেই তো পারে....
কিন্তু ছেলেটা যে আর কোনো দিন মা বলে ডাকবে না.... এটা কি দিয়ে পোষাবে! 

আমার সোনার বাংলা, আমায় শান্তিতে থাকার নিশ্চয়তা দাও,আমার সোনার টুকরো ভাইগুলোকে মেধা মননে বেড়ে উঠার পরিবেশ দাও....
সুন্দর আবহের অভাবে "সুনীলের পিকলুর" মতো আবরারদের যেন আর ঝরে যেতে না হয়......

তুমি তো কৃপণ  নও বিধাতার মতো..... প্রিয় বাংলাদেশ, প্রিয় জন্মভূমি আমার, অবারিত কতো তোমার দ্বার.....  স্বৈরিণী হইয়ো না তুমি.....
তোমার মাতৃকোলে নিরাপদ ঠাই হোক তোমার সন্তানদের....আবরারদের এভাবে মেরে ফেললে ৩০ লক্ষ শহীদকে কি জবাব দেবে তুমি? জাতির জনকের আত্না কি শান্তি পাবে? যাদের রক্তে এ মাটি পবিত্র হয়েছে সেই রক্ত যেন কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফোটে বাংলার পথে প্রান্তরে....


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours