Tuhiner hotya
মুনিয়া মনি, ফিচার রাইটার ও লেকচারার, বাংলাদেশ:

আপনারা যারা তুহিন হত্যা আর আবরার হত্যাকে এক করে দেখছেন কিংবা তুহিন হত্যার বিচার চাইছেন তাদের বোধ- বিবেচনা আমাকে স্তম্ভিত করছে....

ক্লিয়ারকাট কথায় আসি,

১.আবরারের খুনি আর তুহিনের খুনি কি একই প্রকৃতির??

২.এই দুটি খুনের কারণ কি এক?

কার বিরুদ্ধে বিচার চাইছেন বলুন তো??যেখানে তুহিনের বাবা নিজে ঘুমন্ত ছেলেকে কোলে করে নিয়ে পশুর মতো হত্যা করেছে....

বাবা! যার হাত ধরে আমরা  শৈশবে হাঁটতে শিখি,বাঁচতে শিখি..... বাচ্চার আধো আধো অস্ফুট বুলি শোনে যে পিতৃত্বকে বরণ করে নেয় মহা আনন্দে...

একজন পুরুষের আজন্ম লালিত স্বপ্ন উত্তরাধিকার রেখে যাওয়া,বাবা হওয়া.... যাকে সে বুকের পাঁজরে রেখে বড় করে,পৃথিবীর কোনো কাঠিন্য যাতে সন্তানকে স্পর্শ করতে না পারে সেজন্য নিদারুণ ছুটে চলে,একজন সন্তানকে ভাল রাখতে পিতার অপরিসীম আত্মত্যাগের কাহিনী জেনেই আমরা বড় হয়েছি,পিতার ক্ষয়ে যাওয়া জুতার উপর ভর করেই সভ্যতা -সমাজ টিকে আছে বলেই জানতাম.....

কিন্তু পুঁজিবাদী সমাজ আমাদের নতুন রকমের এক পিতার সাথে পরিচয় করে দিয়েছে.....



যে পিতা প্রতিপত্তি লাভের মোহে স্নেহের সন্তানকে বলি দিতে হাত কাঁপে না....সে পিতার জন্য কোন রাজপথে নামবো আমরা?? কোন বিচারালয়ে বিচার বসবে??

কে করবে বিচার???

যিনি বিচার করবেন তিনিও তো একজন পিতা,বিচার করতে গিয়ে তার শিশুপুত্রটির মুখ কি চোখের সামনে ভেসে উঠবে না?? পিতৃত্বের নতুন রূপ দেখে তিনি কি স্তব্ধ হয়ে যাবেন না???

রাতের অন্ধকারে নিজের যৌন লালসাকে চরিতার্থ করতে একজন নারীর মধ্যে শুক্রাণু ঢেলে দিয়ে শুধুমাত্র জন্মদাতা হওয়া যায়, পিতা হওয়া যায় না.....

পিতা হতে গেলে গল্প জন্ম দিতে হয়, যে গল্প অশ্রু ঝরাতে জানে....

পিতা হতে চাইলে বটবৃক্ষ হতে হয়,যার ছায়ায় নিরাপদ থাকবে সন্তান নামক জীবটি....

পিতা হতে গেলে বুকের ভেতর একটা মস্ত বড় ছাদ থাকতে হয়,সারা পৃথিবীতে কারো স্থান না হলেও পিতার বুকের ছাদ তার আপন আলয় হয়.....

পিতা হতে চাইলে শুধু পিতাই হতে হয়,জমিদার- রাজা-প্রেসিডেন্ট কিংবা অন্য কোনো পেশাজীবী নয়....

জন্মদাতা হওয়া সহজ, পিতা হওয়া ঠিক ততটাই কঠিন.....

ক্রমেই এই পুঁজিবাদ আমাদের মানুষ থেকে পশুতে পরিণত করছে.... এই যাত্রার শেষ কোথায় কেউ কি জানে.....???

আমরা কি আর কোনোদিন মানুষ হতে পারবো????
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours