Samnei lakhsmi puja
ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

        'এই  বঙ্গ  শুধু  রঙ্গে  ভরা '.. সংবাদপত্রের  পাতা  জুড়ে বা টিভির  পর্দায়  নিত্যদিন  নারী  নির্যাতন বা  বধু  হত্যার  সংবাদ অথবা  পুরুষ শাসিত সমাজে  নারীর  মনুষ্যত্বের বিকাশে প্রবল  বাধার  সন্মুখীন  হলেও! আদি  অনন্তকাল  থেকে  সব  কিছুর  জন্যই  পুরুয  নারীর  মুখাপেক্ষী!  শক্তির  জন্য  মা  দুর্গা  ও মা  কালীকে  পুজা  করে! ধন  ও ঐশ্বর্য্যের  জন্য  মা  লক্ষ্মী  ,বিদ্যা ও খ্যাতির জন্য  মা  সরস্বতী, মহামারী ও রোগ ব্যাধি থেকে  রক্ষা  পেতে মা শীতলা  , সন্তান  সন্ততির  জন্য  মা  ষষ্ঠীর  আরাধনা  করা  হয়!
       
     দুর্গাপুজোর  মহাপুজো! এই  পুজোকে  কেন্দ্রকরেই  বাঙালীর  প্রস্তুতি  চলে  সারা  বছর! কিন্তু  ঐশ্বর্যের  দেবী  মা  লক্ষ্মীর  পুজো  হয়  শারদোৎসবের  বিদায়ের বিষাদের  সুরের  মাঝেই! তাই  ধন সম্পদের  দেবী  হলেও  লক্ষ্মীদেবীর  আরাধনা  বারোয়ারী  দুর্গাপুজার ভাঙা মন্ডপে!

             কিন্তু  বাংলার  বহু  গ্রামে  বিশেষভাবে  লক্ষ্মী  দেবীর  আরাধনা  করা  হয়!পশ্চিম বর্ধমানের  কাঁকসা  ব্লকের  গোপালপুর  গ্রামে প্রায়  দেড়'শ  বছরের  প্রাচীন  লক্ষ্মী পুজোটির  পত্তন  করেন  রামগতি  সুত্রধর ! জনশ্রুতি, পেষায়  মৃৎশিল্পী  রমগতির  একটি  লক্ষ্মী  প্রতিমা  বিক্রি  না  হওয়ায়, সেই  লক্ষ্মী দেবীর  প্রতিমাটির  পুজা  শুরু  করেন! এইসময়  থেকেই  তাঁর  আর্থিক  উন্নতি  ঘটে ! সেই  থেকে  সূত্রধর  পরিবারে  সাড়ম্বরে  কোজাগরী পূর্নিমাতে মা লক্ষ্মী লক্ষ্মীর  পুজা  হয়  প্রতি  বছর! লক্ষ্মীর  পুজার রাতে  রাতে  থাকে  নিরামিষ  পংতিভোজের  আয়োজন! দেবীর  অধিষ্ঠান  পাকা  মন্দিরে!
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours