ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
দুর্গা
পুজোয় এলাকার সম্প্রীতি রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির করতে পথে নামলেন
পুলিশ আধিকারিক। বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতাড়া রাইপুর সার্বজনীন
দুর্গাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত একটি সচেতনতা মূলক পদযাত্রা অনুষ্ঠিত
হয়। সরকারি বিভিন্ন প্রকল্পের উপর বিশেষ আলোকপাত করেন কোতুলপুর থানার
ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার পাল। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা
করেন তিনি। সামাজিক কার্যকলাপ ও জনসচেতনতার জন্য উদ্যোগী এই পুজো কমিটির এই
ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। সাথে সাথেই সেফ ড্রাইভ সেভ লাইফ,
বাল্যবিবাহ রোধ, স্কুলছুট পড়ুয়াদের স্কুল মুখী করাতেও বিশেষ যত্ন নেওয়ার
বার্তা দেন ওসি।
অনুষ্ঠানে
উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ডঃ প্রসেনজিৎ সরকার পুজো উপলক্ষে
পরিবেশ বান্ধব অভিনব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সংস্থার
সাধারণ সম্পাদক লক্ষণ মণ্ডল বলেন, " প্লাস্টিক মুক্ত পরিবেশ ও সামাজিক
সচেতনতা বৃদ্ধির জন্য আজকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। দুর্গা মণ্ডপ
থেকে শুরু করে সারা গ্রাম প্রদক্ষিণ করে আমাদের সদস্যরা। সাধারণ মানুষ
সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours