মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

পাতি লোকাল ট্রেন। যার সমস্ত কম্পার্টমেন্ট জুড়ে শুধুই বিজ্ঞাপন। গোপন রোগের চিকিৎসা, ঘরে বসে আয়ের সুযোগ, নেশা মুক্তির সহজ ব্যবস্থা এরকম বছরের পর বছরের লাগাতার ক্লান্তিকর বিজ্ঞাপনে ছয়লাপ। অভ্যস্থ দৃশ্য দূষণে চোখ দিলদার অভ্যস্থ।
তবু ব্যতিক্রম তো ঘটেই। তেমনি পৃথিবীর নবতম অষ্টম আশ্চর্য দেখার মত চোখ আপনার ছানাবড়া। একি! একি দেখছি আমি! ততক্ষণে চোখের দৃশ্যপট মস্তিকে চালান করে দিয়ে মনকে মুহুর্তে  অবিশ্বাস করে তুলল। ফের আমার মানস চক্ষু ভালো করে তাকাল। ধীরে ধীরে গোটা কপার্টমেন্টের সমস্ত দেওয়াল।
হ্যাঁ ঠিক দেখছি। কোথায় সেই বিজ্ঞাপন গুলো। না একটাও নেই তো। আলাউদ্দিনের কোন এক আশ্চর্য প্রদীপ স্পর্শে ভ্যানিশ বিজ্ঞাপন। সমস্ত দেওয়াল জুড়ে কি অপরূপ নান্দনিক শিল্পকলা। কি অদ্ভুত ভাবেই না জাঁকিয়ে বসেছে নানান চিত্রপট। নতুন ভোরের অচেনা সূর্যের মত তিলতিল করে আমার দুই চোখ আমার অন্তর ততক্ষণে খুঁজে নিচ্ছে এক নতুন শৈল্পিক ট্রেনকে।
আসলে প্রতিদিনের মতোই গতকালও হওড়া থেকে ব্যান্ডেল গামী লোকাল ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে হিন্দমোটর থেকে সকাল ১০.২০ মিনিটে চাপতেই আমার এই অভানীও অভিজ্ঞতা।
আমি একজন নিত্যযাত্রী। আজ ট্রেনে উঠেই অবাক হয়ে গেলাম। সত্যি কি দেখছি এসব। কি সুন্দর সাজিয়েছে ট্রেনগুলো, হাতে আঁকা সব। আল্পনা আর পটচিত্রে এক নতুন সাজে সজ্জিত এ ট্রেন। এটা  লেডিস কম্পার্টমেন্ট। হাওড়া ব্যান্ডেল মেন লাইনের কিছু ট্রেনকে সাজিয়ে তুলেছেন শিল্পীরা নিপুণ হাতের আঁকাতে। চিরাচরিত সেই ট্রেনের দেওয়াল শুধু বিজ্ঞাপনের ছাপ। আর অজস্র  লেখা। তার বাইরে এই  নতুন চিন্তাভাবনা সবার মন কেড়ে নেবেই। ক্লান্তি হবে দূর। রোজকার নিত্যযাত্রী দের সফর এক অন্যতম মাত্রা নেবে। সময় কেটে যাবে এক নতুন পরিবেশে। খুব ভালো লাগলো। এরপর দয়া করে বিজ্ঞাপন দাতারা নানারকম বশীকরণ বা হাকিমদের গুণাবলী আর চাকরির বিজ্ঞাপনে এগুলো নষ্ট করবেন না। যা কিছু সুন্দর তাকে যেন আমরা মুল্য দিতে শিখি।
যথারীতি ট্রেন থেকে গন্তব্যে নামলাম। তবু এক অনুভবকে ওই কম্পার্টমেন্টেই রেখে দিয়ে এলাম। ভাবতে ভালো লাগে। ভীষণ ভালো লাগছে। একটা অতি সাধারণ লোকাল ট্রেন কখন যেন হৃদয় আমার চুঁয়ে নিয়েছে ব্লটিং পেপারের মত। পুরোটা। কি জানি কেন এতদিন ট্রেনে চলাফেরা করি আজ বড্ড বলতে ইচ্ছে করছে। সবাইকে একটাই কথা। এমনকি নিজেকেও বলছি যে বারবার। এই ট্রেনটি আমার ট্রেন। আমার গর্বের কম্পার্টমেন্ট। নতুন দেখা এই মন ভাল করা শিল্পকলা যে আমার অহংকার। একে আমরা কি বাঁচিয়ে রাখতে পারি না?


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours