চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর,দ্য অফনিউজ কলকাতাঃ APEEJAY বাংলা সাহিত্য উৎসব নিবেদিত, "সোশ্যাল মিডিয়ায় লিখলেই সাহিত্যিক হওয়া যায় না".... বিশেষ এই বিতর্ক নিয়ে, (০৮/০৯/১৯ তারিখে) গত সন্ধ্যায় সমাবেত হয়েছিলেন, অক্সফোর্ড বুক স্টোরে, সাহিত্য জগতের কিছু দিকপাল সাহিত্যিক।
পক্ষে ও বিপক্ষে সবাই বক্তব্য রাখেন।
প্রথমে সাহিত্যিক হিমাদ্রী কিশোর দাস গুপ্ত বিতর্কের পক্ষে বলেন। এরপর কবি মন্দারক্রান্তা সেন ও সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞা লুনা চ্যাটার্জী বক্তব্য রাখেন। বিপক্ষে বলেন দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার, সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় বলেন তিনি কি ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাহিত্যক হয়ে ওঠার গল্প।
কিছু শ্রোতা তাদের কাছে কিছু প্রশ্নও রাখেন। প্রত্যেক সাহিত্যি স্বীয় স্বীয় পদ্ধতিতে সব প্রশ্নের উত্তর দেন।
সব আলোচনার ভিত্তিতে এটা পরিস্কার হলো যে কনটেন্ট না থাকলে কিছুই চিরস্থায়ী হয় না। সে যে শিল্প কর্মই হোক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক জমে ওঠে।
Post A Comment:
0 comments so far,add yours