চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতাঃ
গত ০৬/০৯/২০১৯তারিখে প: ব: গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কলকাতা দ: প: আঞ্চলিক কমিটির দপ্তরে সুকান্ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল । সভাপতি ছিলেন সুব্রত দেব এবং যুগ্ম সম্পাদক সুরেন মুখার্জি ও
সসীম দত্ত।
এই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বছরে দুটি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকার নাম "এখন নৈঋত"। আগামী সংখ্যার বিষয়বস্তু থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
এই পত্রিকার যুগ্ম সম্পাদক প্রদীপ দে ও প্রদীপ জোয়ারদার ।
কবি সুকান্ত ভট্টাচার্য্য কে নিয়ে বিভিন্ন রকম কবিতা ও গানের অনুষ্ঠান হল। সম্পাদক সুরেন মুখার্জি কবি সুকান্তের একটি কবিতা নিজের সুর করে গেয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, প্রদীপ জোয়ারদার, বেনু চট্টোপাধ্যায়, নীলিমা সরকার আরো অন্যান্য শিল্পী বৃন্দ। এই অনুষ্ঠানে কবি সুকান্ত সম্পর্কে বক্তব্য রাখা হয় এবং তার কবিতা আবৃত্তি করা হয় এবং তাঁর লেখা বেশ কিছু গানও গাওয়া হয়।
বেশ ভালো লাগলো। একটি পরিচ্ছন্ন ব্লগ, তবে রিপোর্টিং এর ক্ষেত্রে আরেকটু মনোযোগ দেওয়া দরকার। আরো এগিয়ে চলুক ।আমার শুভেচ্ছা রইল।
ReplyDelete