চন্দ্রাবলী বন্দোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতাঃ
৩১/৮/২০১৯ শনিবার সম্পন্ন হলো দুই বাংলার সাহিত্যবন্ধন উৎসব। ওই অনষ্ঠানে, রোকসানা সুখী সম্পাদিত "সাহিত্যবন্ধন" পত্রিকাটির মোড়ক উন্মোচিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার জনাব বি, এম জামাল হোসেন। সেখানে স্বপ্নরাগ সংগঠনের পক্ষ থেকে "সাহিত্য সংস্কৃতি পরিষদ, অনির্বাণ সাহিত্য সংসদ, দিগন্তের আলো ফাউন্ডেশন, বিসানী,পার্বত্য কাব্য, বাংলা লতিফা, মাটির মা ক্লাব, বঙ্গীয় সাহিত্য দর্পণ, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ, মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাষ্ট, শব্দসিঁড়ি, আন্তর্জাতিক প্রবাসী সাহিত্য পরিষদ, গ্রীবার্ণ সহ প্রায় ৬০টি সংগঠন অংশ গ্রহণ করে ও সন্মাননা, মেডেল, ম্যাগাজিন গ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন স্বপ্নরাগ সাহিত্য সংস্কৃতি পরিষদ। পার্বত্য কাব্যের প্রথম প্রকাশিত পত্রিকা, রেজাউল করিম সম্পাদিত "অরণ্যের সূর্যোদয়"। এবং প্রকাশিত হতে চলেছে, রেজাউল করিম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা " অরণ্যের গহীনে"।ওই অনুষ্ঠানে পার্বত্য কাব্যের পক্ষ থেকে, পার্বত্য কাব্যের সভাপতি নিলয় চৌধূরী ও প্রধান অ্যাডমিন সিমলি চৌধুরী, এবং সাধারণ অ্যাডমিন ইলা কারকাট্টা সন্মাননা গ্রহণ করেন ।
Post A Comment:
0 comments so far,add yours