মুসবা তিন্নি, ফিচার রাইটার, বাংলাদেশ:

মাস দুয়েকের মধ্যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন রানু মন্ডল। আর এই আকাশছোঁয়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান সিনেমা নির্মাতা সহ শাড়ি ব্যবসায়ীরা দুর্গা পুজোর ফ্যাশানেও এবার ঢুকে পড়েছেন রানু মণ্ডল। সৌজন্যে, ‘পাওয়ার অফ সোশাল মিডিয়া’  যার ফলে গিজা, তাঁত, হ্যান্ডলুমের মাঝে এবার পাওয়া যাবে ‘রানু শাড়ি’। শাড়ির বাজার ধরতে তাই এবারের ট্রেন্ড, রানু শাড়ি। তারপরই এলো নতুন খবর, খুব শিগগিরই নাকি তৈরি হতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক। পরিচালক ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি।

সামান্য একটা ফেসবুক পোস্ট, তারপরই জীবনের দরজা খুলে যায় রানু মণ্ডলের। রূপকথার গল্পের মতো রানাঘাট স্টেশন থেকে এগিয়ে চলেছে তার জীবন। পরনে নোংরা শাড়ি, চুলে জট, অযত্নের ছাপ সারা শরীরে, পেটে খিদে আর ভগবানদত্ত গলা নিয়ে ভবঘুরে রানু মণ্ডল গান গেয়ে বেড়াতেন স্টেশন চত্বরে। সেখান থেকে তিনি এখন মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার রেকর্ডরুমে। এক কথায়, মাস দুয়েকের মধ্যে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন রানু মণ্ডল। আর এই আকাশছোঁয়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান মিডিয়া থেকে দোকানের ব্যবসায়ীরা ।

কলকাতার বড়বাজারের পাইকারি দোকান থেকে বিক্রি হচ্ছে লাট লাট শাড়ি। বড়বাজার থেকে সেই শাড়ি পৌঁছে গেছে কৃষ্ণনগর, বহরমপুর, আসানসোল, দুই দিনাজপুর সহ আরও একাধিক জেলায়। কলকাতার তাবড় তাবড় শাড়ির দোকানেও পাওয়া যাচ্ছে রানু শাড়ি। তেহট্টের ক্ষীরোদ বস্ত্রালয়ের এক ব্যবসায়ী জানিয়েছেন, “রানু শাড়ি’’ কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে!

ব্যবসায়ীরা বলেন, “মুম্বইতে প্লেব্যাক করার সময় রানু মন্ডলকে যে ‘তুষার সিল্ক’ শাড়ি পরানো হয়, সেইরকমই রানু নামের শাড়ি নিয়ে আসা হয়েছে বাজারে। এক ধরনের সিল্ক বলা যায়। দাম ৬০০ টাকা থেকে ৪,২০০ টাকার মধ্যে রাখা হয়েছে। দাম অনুযায়ী শাড়ির জমিন।

বড়বাজারের এক দোকানের শাড়ি বিক্রেতা জানিয়েছেন, “মূলত নদিয়ায় রানাঘাট ও তার সংলগ্ন এলাকায় মানুষের মন কেড়েছে রানু শাড়ি। সেখানকার দোকানদাররা এসেই লটে অনেক শাড়ি তুলেছেন। পুজোর আগে তেহট্ট বাজারের বিভিন্ন দোকানে ডিসপ্লে করা হয়েছে রানু শাড়ি। সে চত্বরেই দেদার বিক্রি হচ্ছে, পুজো যত এগিয়ে আসছে, চাহিদা বেড়ে চলেছে। তিনি আরও বলেন, “এই ট্রেন্ড অবশ্য বেশিদিন চলে না। এর আগে বাহা শাড়ি উঠেছিল বাজারে। কিন্তু তার মেয়াদ কম ছিল। এখন দেখা যাক, এই শাড়ির চাহিদা কতদিন থাকে”।

অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, বিখ্যাত প্রযোজক-নির্মাতা ঋষিকেশ মণ্ডল রানুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। তিনি শুধু প্রযোজনাই করবেন না, পরিচালনাও করবেন ছবিটি। শোনা যাচ্ছে, চলতি সেপ্টেম্বরেই নাকি ছবিটির শুটিং শুরু হচ্ছে।

শোনা যাচ্ছে, রানু মণ্ডলকে নিয়ে তৈরি হতে যাওয়া ছবিটি গাননির্ভর। ছবির গানে কণ্ঠও দেবেন রানু। প্রতিবেদন আরো জানিয়েছে, বিখ্যাত সংগীতশিল্পী সিদ্ধার্থ রায়ও এই ছবিতে কণ্ঠ দেবেন। প্রতিবেদনটি জানাচ্ছে, রানুর বায়োপিকের খবর নিশ্চিত করেছেন সিদ্ধার্থ রায়। তিনি বলেন, ‘এই ছবিতে আমাকে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং রানু মণ্ডলের সঙ্গে গাওয়ার জন্য আমি মুখিয়ে আছি।

এদিকে, একটি সংবাদ ডিজিটালকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক ঋষিকেশ মণ্ডল। ওই নিউজের প্রতিবেদনে ঋষিকেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমি যেহেতু রিয়েল লাইফ স্টোরি নিয়ে কাজ করতে পছন্দ করি, তাই ‘নকশীকাঁথার খোঁজে’ ছবি নিয়ে কাজ করতে করতেই রানু মণ্ডলের বিষয়টা আমার নজরে আসে। প্রথমে সিনেমা বানানোর কোনো পরিকল্পনাই ছিল না। তবে রানু মণ্ডলের মুম্বাই যাত্রার খবর কানে আসতেই আমি ওনাকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাবি।

এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যে ছবির শুটিং শুরু হবে,’ যোগ করেন ঋষিকেশ।

কলকাতার রানাঘাট স্টেশনে ছিল ভবঘুরে জীবন, আর ভিক্ষাবৃত্তি করেই জীবন চলত রানু মণ্ডলের। তবে ভীষণ ভালো গাইতে পারেন তিনি। ব্যতিক্রমী গায়কি ও অসাধারণ পরিবেশনার মাধ্যমে এরই মধ্যে জয় করেছেন অসংখ্য মানুষের মন। বলা চলে, তার সুরেলা কণ্ঠে এখন বুঁদ গোটা ভারত। বিভিন্ন স্থান থেকে পাচ্ছেন গান গাওয়ার নিমন্ত্রণ।

কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে রাতারাতি অন্তর্জাল তারকা রানু মণ্ডল। মুম্বাইয়ে জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে প্রচারের সব আলো তার ওপর। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সেলিব্রেটি রানু। তাকে নিয়ে আগ্রহের কমতি নেই জনমানসে।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours