Mohilader standler bivinno golpo
শ্রাবণী মজুমদার, লেখিকা, বীরভূম:

বেশির ভাগ পুরুষই নারীর যে জিনিসটি নিয়ে ভাবেন - তা হলো তার স্তন। আর সেই একই কারণে মহিলারাও নিজেদের স্তন নিয়ে বেশি ভাবিত!

মুম্বাইয়ের বাসিন্দা ইন্দু মূলত ইনস্টাগ্রামেই কাজ করেন। তিনি জানুয়ারি মাসে একটি পোস্ট ছাড়লেন, আহ্বান জানালেন মহিলাদের প্রতি তাদের স্তন নিয়ে ব্যক্তিগত গল্প শেয়ার করার জন্য।

ভারতের ছোট-বড় অনেক শহর থেকেই তিনি চিঠি পেতে শুরু করেন।

যারা লিখছেন তাদের বয়স ১৮ থেকে ৫০এর মধ্যে। গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা পেয়েই তারা মন খুলে তাদের নিজেদের ব্যক্তিগত অনুভূতি নিয়ে লেখেন।

এই পোস্ট থেকে জানা যায়, অনেক নারীও আছেন যারা তাদের নিজ দেহ নিয়ে গর্ব ও আনন্দ বোধ করেন। একজন নারী লিখেছেন, তিনি চান তার গল্পের সাথে ছবিটাতে যেন তাকে শয়নকক্ষের মধ্যে বসিয়ে আঁকা হয় - কারণ পুরুষের মনের ওপর তার স্তনের যে অভিঘাত হয় সে সম্পর্কে তিনি সচেতন, তিনি জানেন যে তার শক্তি কতখানি।"

কেউ লিখেছেন, 'যারা মনে করেন যে বড় স্তন আকর্ষণীয় - আসলে তা এক নিষ্ঠুর মিথ্যে ছাড়া কিছুই নয়।  বড় স্তনের ভারে আমি  দৌড়াতে পারি না, জিমে যেতে পারি না, যোগ ব্যায়াম করতে পারি না।'

অন্যদিকে,  ছোট স্তন নিয়ে নারীদের অসন্তোষের শেষ নেই।   নারীদের মধ্যে স্তনের আকৃতি নিয়ে অসন্তুষ্টি দুভাবেই কাজ করে। ব্রিটেনে ৩৮৪ জন নারীর ওপর চালানো এক জরিপে দেখা যায়, তাদের ৪৪ শতাংশ চান যদি এর আকৃতি আরো বড় হতো, আর ৩১ শতাংশ চান এর আকৃতি যদি ছোট হতো।

মিস হরিকুমার বলছেন, ছোট স্তনের আকার নিয়ে কষ্টে ভোগেন এমন নারী যেমন আছেন, তেমনি এর আকৃতি বড় বলে তা নিয়ে লজ্জা ও নানা অসুবিধার শিকার হন এমন নারীও আছে।

ইন্দু নামে এক মহিলি বলেছেন, তার নিজের গল্পও কম চিত্তাকর্ষক নয়।

"আমি যখন টিনএজার - তখন আমি ছিলাম ভীষণ রোগা, হাড়-জিরজিরে। আমি সবসময় ভাবতাম কবে আমার বুক একজন পরিণত নারীর মতো হবে। দেখতাম টিনএজ ছেলেরা সেই সব মেয়েদের প্রতিই আকৃষ্ট হয় যাদের স্তন সুগঠিত। আর যাদের বুক আমার মত সমান ছিল তারা ভাবতো তাদেরকে কেউ কোন দিন ভালোবাসবে না।"

আবার কেউ শেয়ার করেছেন--ভারতে বড় শহরগুলোর বাইরে পোশাকের গলার দিকটা থাকে উঁচু, আর নিচের দিকে তা হাঁটুর নিচে পর্যন্ত নামে । ব্লাউজের ভেতর থেকে ব্রা-র স্ট্র্যাপ একটু বেরিয়ে থাকলেও নারীকে হয়তো তিরস্কারের শিকার হতে হয়। খুব দু:সাহসী নারী না হলে কেউ তার স্তনের মাঝখানের ভাঁজ দেখান না।

এভাবে স্তনের সাত সতেরো কাহিনী মন মজিয়েছে কোন পুরুষ নয়, নারীরা। কারণ তারা জানে পুরুষের প্রথম ও শেষ আকর্ষণ বিভিন্ন আকারের সুডৌল স্তন!
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours