ভবানীপ্রসাদ ভট্টাচার্য , ফিচার রাইটার
চন্ডীমন্ডপে গ্রামের প্রচুর মানুষ উপস্হিত হয়েছেন! রূপেন্দ্রর বিচার করবে সমাজপতিরা! রূপেন্দ্র গ্রামে ধন্বনতরি বাবা বলে সন্মান করে গ্রামের ইতর ভদ্র সকলেই! বিনি পয়সায় তিনি ওষুধ দেন! তাঁর বিরূদ্ধে সমাজপতিরা কি অভিযোগ এনেছেন গ্রামের মানুষ জানে না, তাই তাদের বেশী কৌতুহল!
শুক্লপক্ষের চতুর্দশীর জ্যোৎস্নালোকিত সন্ধ্যা! রূপেন্দ্র উপস্হিত সকলকে নমস্কার জানিয়ে, নন্দ চাটুজ্যের কাছে জানতে চাইলেন তাঁর বিরূদ্ধে কি অভিযোগ? এবং তিনি তার কৈফিয়ৎ দিতেই এসেছেন!
নন্দ চাটুজ্যে জানালেন বাচস্পতি মশাই উপস্হিত হলেই তিনি সব জানতে পারবেন!
রূপেন্দ্র সভাস্হলের একপ্রান্তে বসলেন! কিছুক্ষনের মধ্যে বাচস্পতি মশাই সভায় উপস্হিত হলেন! তিনিই সভায় উপস্হিত সকলের বয়ঃজ্যেষ্ঠ! বাচস্পতি মশাই -এর কুশল সংবাদ নিলেন রূপেন্দ্র! বাচস্পতি মশাই সরাসরি নন্দ চাটুজ্জেকে জিঞ্জাসা করলেন, রূপেন্দ্রর বিরূদ্ধে কি অভিযোগ?
নন্দ চাটুজ্জ্যে বললেন অভিযোগ একটা নয় অনেকগুলি! তাই কিছু তথ্য যাচাই প্রয়োজন! এরপর রূপেনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, সে দু তিন বছর পূর্বে বর্ধমানের নগেন দত্তের বজরায় শ্রীক্ষেত্র গিয়েছিল কিনা এবং সেই বজরায় সোঁয়াই গাঁয়ের সমাজপতি দুর্গা গাঙ্গুলীর পত্নী মিনু অর্থাৎ মৃন্ময়ী গিয়েছিল কিনা?
রূপেন্দ্র বিরক্ত হয়ে বললেন," খুড়ো এটা পন্চায়েতের বিচার সভা খোস গল্গ করার জায়গা নয়, আর এই অভিযোগ কে করেছে? তিনি কি এই সভায় উপস্হিত আছেন?" আগে বাদীকে চন্ডীমন্ডপে হাজির করা হোক তারপর বিচার!
নন্দ চাটুজ্যে মিনমিন করে বলার চেষ্টা করলেন, বাদী দুর্গা গাঙ্গুলী এখন নেই তাই আসবে কি করে?"
বাচস্পতি মশাই বললেন তাহলে বিচার পর্ব এখন মূলতুবী থাক!
Post A Comment:
0 comments so far,add yours