প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান:
"Love 's not Time fool, through rosy lips and cheeks... "
Shakespeare
ভালোবাসা
আত্মার সাথে মেলীকরণ, এক যুগপৎ স্বাতন্ত্র্য স্বচ্ছন্দ গতি। সময়ের সাথে
শরীর হারিয়ে যায়, অপরূপ মাধুর্যে গতময় ক্ষণ অনায়াসেই হারিয়ে যায়৷ সীমানাতে
সম্পর্ক বাঁধা অসম্ভব। সময়ের সাথে দেহ তুল্যমূল্যে হিসাবের গড়াহাতে কালের
পুত্তুলিকা হয়ে উপহাস করে, কিন্তু ভালোবাসা "নীরবিন্দু"। কারণ সে নিত্য
ঝলমল করে না, বরং হৃদয়টুকু আজীবন রাঙিয়ে দিয়ে যায়।
যদি
বলি ভালোবাসো আমায়? তবে অকপটে বলতে হয়, কি বোকা তুমি? ভালোবাসা প্রশ্ন
করা যায় না!! কারণ অনুভব তো প্রকাশ, আর শ্রোতা বা ছাপার অক্ষরের মতো সে
বাইরের আবরণ নয়, সে অন্তর্নিহিত আভরণ সুখ, আজন্ম যাপনের নাম ভালোবাসা৷।
প্রকৃত
ভালোবাসা সময়কে পরাস্ত করলে তবেই সে প্রকৃত হয়। নিক্তির ওজনে মাপলে অখণ্ড
হয় ভালোবাসা। এখানে জয়, পরাজয়ের ভূমিকা নেই৷ যা হৃদয়কে আঁকড়ে ধরে আছে সে যে
সমর্পিত। ভালোবাসা এমন নয় যে, এক ধাক্কায় টাল সামলাতে না পেরে, অন্য অধারে
ঠিকরে পড়বে, ভালোবাসা তো মনুষ্যত্বের চিহ্ন আর জড়ত্বের প্রতিবাদ৷
ভালোর
আধারে বাস করে অন্তহীন যাত্রা, বুকের ভিতরে মুখ লুকিয়ে কান্না - অভিমান।
তাই ক্ষণের আধারে তাকে মেপে কি লাভ! অনিবার্যের অভিঘাতে তো খোদাই করা বয়ান
থাকে না, কেবল থাকে সুতোর টান। ছায়া আলোর লীলাতেই তো জীবন। আর অন্তরের
নিঃশ্বাসেই মুক্ত লীলা, ভালোবাসা।
Post A Comment:
0 comments so far,add yours