poem
মাসুদ পথিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক ও কবি, বাংলাদেশ:

আর, এক অর্ধশিক্ষিত সিনট্যাক্স'র গায়ে 
পিছলে গিয়েছে পা
ফলে সারা শরীরে গ্রামারের ঘা

এবং যতো কলাবীদ ছলাবীদ শিক্ষক মহোদয়
সকলেই চোখ পাকিয়ে যায়
বলে, বেটা একটা গু-হালিকের ছা'

তবে, আমি কিন্তু ছন্নছাড়া প্রেমিক
ছন্দহীন, চালচুলোহারা, ছি ছি বাক্যে ঘেরা
আমার লাজুক দেহখানা

আর, কেননা মন নিয়ে চলে গেছে সৃজনী
সে এক গ্রাম্য অবাদ বালিকা

আমি কেবল এটাই পাড়ি, চুপি
সৃজনীর কপালে চুমো আঁকতে জানি
প্রকৃত প্রেমিকের কখনো চালচুলো থাকে না

আর এই সব বিধি ও পরিধি ছেড়ে
আমি তো নগ্ন হয়ে
সিনট্যাক্সের বুকে ছড়িয়ে রয়েছি, বেহিসেবি।
 
 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours