প্রিয়াঙ্কা সরকার, লেখিকা, বর্ধমান:

দিনান্তের  অঞ্জলি জীবনের অন্য নাম, বর্ণহীন জল। ঘরবেঁধে বসি হৃদয়ে, পরিপাটিহীন..  অকপটে হারিয়ে ফেলি। কতো মুখ আসে যায়,  দেখি আড়ালে মানুষ শূন্য জেনেও আশ্বস্ত হয়। নশ্বর দেহে, আর পাবার কিছু নেই,  কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। 

Real wisdom is recognizing and accepting that every experience is impermanent. With this insight you will not be overwhelmed by ups and downs. And when you are able to maintain an inner balance, you can choose to act in ways that will create happiness for you and for others. Living each moment happily with an equanimous mind, you will surely progress toward the ultimate goal of liberation from all suffering. 

G.N. Goenka 

জীবনে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়।  আকাশ রাঙা ডিমের কুসুমের মতো ভোর তো তখনই হয়, যখন নতুন অভ্যুদয় হয়। প্রশ্বাসে ও বিশ্বাসে ভূমানন্দে আজীবন ধরে রাখা। জীবনের মধ্যে উত্থান পতন সে তো চলবেই, কিন্তু বুঝতে হবে কোনোটার - ই  তো স্থায়িত্ব চিরদিনের নয়৷ 

সাদা মাটা জীবনে বারে বারেই ভাঙে, গড়া নদী। সভ্যতার অভিমুখে কেবলই গড়া ভাঙার খেলা। বিশ্বাস, ভরসা করলেই মনে আসে, সে আমার অধিকার। কিন্তু অধিকার বলে কিছু নেই। "Man is born free"। মিথ্যা জল্পনা যে, " সে ভুল বুঝলো মানেই আমি একা ".. অবস্থাই যখন স্থায়ী নয়, তখন কিসের অধিকার, কিসের স্বস্তিবোধ!

নির্ভেজাল মাটিতে অবস্থা স্থির রেখে কি চলা সম্ভব!অবস্থা  প্রতি মুহুর্ত পরিবর্তনশীল৷ সুদূর জীবনে বার বার ভেসে আসে প্রিয় মুখ, কিন্তু সেও যে স্থায়ী নয়৷ যখন যেখানে থাকার, সে জায়গা থেকে সুখ ভরে নিক মানুষ। বিকার নিয়ে শারীরিক মূল্য দিতে হয় বার বার। তরঙ্গ তো কাউকে ছেড়ে নয়। কর্মের রূপরেখায় জীবন প্রবাহ স্থির। তাই যতো তাড়াতাড়ি সম্ভব বুঝে নিতে হবে, এই " আমিত্ব", কোনো অস্তিত্ব নেই। যখন আমি -ই কেউ নয়, তখন কিসের তাপ, অনুতাপ।  বিকার মুক্ত হয়ে, আমিত্ব হীন হতে পারলে তবেই মুক্তি। বুঝতে হবে, ক্ষণের অবস্থাও স্থায়ী নয়। আজ যা বর্ণ যুক্ত পরমুহুর্তেই বিবর্ণ খাম৷ তাই অনুশোচনা নয়, অস্থায়ী অবস্থা তো অন্ধকারে অচল পাহাড়। আর অস্থায়ী সব জ্ঞান হলেই, আমিত্ব নাশ, মুক্তি সম্ভব।
 

 
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours