চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর,দ্য অফনিউজ, কলকাতাঃ
পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,দক্ষিন-পশ্চিম কলকাতা আঞ্চলিক কমিটি ও বেহালা বইমেলা সম্মিলনীর যৌথ উদ্দ্যোগে সমরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।
বেহালা জনপদের বিশিষ্ট কবি সাহিত্যিক অমলেন্দু দত্ত এবং সাহিত্যিক ও পরিবেশবিদ কর্নেল ভূপাল লাহিড়ি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ঐ বিশিষ্ট ব্যাক্তিদ্বয়ের স্মরণে গত ১৯/০৮/১৯ শনিবার বিবেকানন্দ মহিলা মহাবিদ্যালয়ে কবিতা,কথা ও গানের অনুষ্টানের আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন বেনু চট্টোপাধ্যায় ও সুব্রত দেব।
উপস্থিত ছিলেন বেহালা বইমেলার সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, প্রদীপ জোয়ারদার, সান্তু নন্দ এবং আরো বিশিষ্ট গুণীজন, কবি ও সাহিত্যিকগন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সোমনাথ রায়। বেহালা বইমেলার তারিখ ঘোষনা করা হয়।
বেহালা বইমেলা সম্মিলনী পরিচালিত, বেহালা বইমেলা ২০১৯, ১৩-২২ তারিখ। স্থান বরিশা হাইস্কুলের মাঠ।
Post A Comment:
0 comments so far,add yours