অঞ্জন সেনগুপ্ত, ফিচার রাইটার, কলকাতা: আজকের পবিত্র দিনে মথুরার এক কারাগারে পরিত্রনায় সাধু ও বিনাসায় দুষ্কৃতয়া: কারানিবাসী মাতার গর্ভে জন্মনেন এক অবতার। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস আজকের দিনে আধুনিক ভারতের এক অবতার, যার নিষ্ঠুর পরিকল্পনায় ভারতবর্ষের প্রায় অর্ধেক ভূখণ্ড জুড়ে লক্ষ লক্ষ আদিবাসী জনগণকে চারদিক দিয়ে কুকুরের মত করে ঘিরে ধরে চরম অত্যাচার চালিয়ে, জেলে কিংবা অস্থায়ী জেলে আদিবাসী মা কে সন্তান প্রসবে বাধ্য করেছিলেন যে পালানিয়াপ্পান চিদাম্বরম জন্মাষ্টমীতে তিনি জেলে। যে কর্পোরেটদের মহান সেবা করতে গিয়ে লক্ষ লক্ষ আদিবাসীর জল জঙ্গল জমির অধিকার কেড়ে নিয়ে সেই জমি বেদান্ত, এসার এর হাতে তুলে দিতে গিয়ে আধুনিক দেবকি যারা কেউ মুন্ডা, গোর, বৈগা, চেরো, সান্থাল বা খারওয়ার মাতাদের বাধ্য করেছিলেন কংস কারায় সন্তান প্রসব করতে, আজ জন্মাষ্টমীর শুভদিনে সেই পালানিয়াপ্পান চিদাম্বরম কারাগারে বন্দি । গল্পটার এ পর্যন্ত এক রকম ।মহাকাব্যের সাথে মিলের মিলের জায়গাটা পাঠকের ভাবনার জন্য ছেড়ে দিয়ে শুধু টুকরো একটা তথ্য দেবার লোভ সামলাতে পারলাম না তাহলো এই যে জন্মাষ্ঠমীর ভোর দেখবেন শ্রী পালানিয়াপ্পান যে অস্থায়ী কারাগারে সেই সি বি আই দপ্তরটিতে উদ্বোধক হিসেবে ফলকে যে নামটি জল জল করছে সেটি তার নিজেরই নাম আধুনিক কংস পালানিয়াপ্পান চিদাম্বরম।
নিষ্ঠুর কপটতার আশ্রয় নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে যে একদিন রাজনৈতিক প্রতিপক্ষের নেতা আজাদ কে স্রেফ ছল করে নৃশংস ভাবে হত্যা করে ছিলো আজ সে গণতন্ত্রের আড়ালে আশ্রয় চাইছে। মিস্টার চিদাম্বরম সেই গণতন্ত্র যে গণতন্ত্রকে শ্রদ্ধা জানিয়ে আজাদ সেদিন বন্দুক ছেড়ে আপনার সাথে আলোচনা করতে আসছিল, আপনার সেদিন একবারও মনে হয়নি আপনারা প্রচার করেন আজাদরা গণতন্ত্র এ বিশ্বাস করে না, আপনারা গণতন্ত্রের পূজারী। সিবিআই দপ্তরে বসে আপনার তো কোনো কাজ নেই জাতীয় আন্তর্জাতিক দালালির ফোন কল নিতে হচ্ছে না , চেন্নাইয়ের বিপুল সম্পত্তি, রাজস্থানের বিপুল সম্পত্তির হিসেব আপাতত অপদার্থ পুত্র কার্তী সামলেনবে ,একটু ভেবে বলবেন সেদিন আজাদ না আপনি কে গণতন্ত্র কে হত্যা করেছে?সেদিনের আপনার সিদ্ধান্ত লক্ষ লক্ষ আদিবাসীকে শুধু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র থেকে ছিটকে দেয়নি ,অমিত শাহ দের ছাড়পত্র দিয়েছে আপনার মত প্রবল পরাক্রমশালী নেতাকে পাঁচিল টপকে পাড়ার সমাজবিরোধীর মতো করে রাতের অন্ধকারে গ্রেফতার করার ,।আপনি আইনক্স মিডিয়ার থেকে কত টাকা অসদুপায়ে আয় করেছেন আমি জানিনা ,জানার ইচ্ছাও নেই ,শুধু এটুকু জানি লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার মূল উদ্দেশ্য কে বেঁচে আপনারা হাজার হাজার কোটি টাকা আয় করেছেন । আপনারা গান্ধীকে বেচেছেন, ভগত সিংকে বিক্রি করেছে ,বিক্রি করছেন হাজার শহীদের আত্মবলিদান কে ,বেচে দিয়েছেন এদেশের জল জঙ্গল জমি ,সব বিক্রি করে পার পেয়েছেন ,কিন্তু ফেঁসে গেছেন গনতন্ত্র কে এসার বেদান্ত র কাছে বেচে দিয়ে । মিস্টার পালানিয়াপ্পান চিদাম্বরম আপনার বিক্রি করা গণতন্ত্র এখন এসার ,বেদান্ত, আদানি দের আরো নির্ভরশীল চৌকিদার এর নিয়ন্ত্রণে। কেমন লাগছে ব্যাপারটা ।আজাদের ছাই গোদাবরী ভাসিয়ে নিয়ে গেছে ,কিন্তু মুন্ডা ,গোর, সান্থাল দেবকির পুত্ররা গ্রিনহ্যান্ট এ ওরা যে যশোদার কোলে বড়ো হয়ে উঠছে ।গণতন্ত্র ,একমাত্র গণতন্ত্র ই বাঁচাতে পারে আপনাকে ,আজাদের ফেলে যাওয়া বন্দুক না নিয়ে ,দেবকির সন্তানেরা যেন গণতন্ত্র এর উপরই ভরসা রাখে তার জন্য আজকের জন্মাষ্টমী তে প্রার্থনা করুন।আর হ্যাঁ পারলে অমিত শাহ কে একটা চিঠি লিখে জানান।আপনার কেন এমন হলো সে কাহিনী।উনিও আপনার জাত ভাই ,ওরও দরকার গণতন্ত্র, আজ নাহয় কাল ।দেবকির গর্ভজাত যশোদার সন্তান রা আজও বলতে প্রস্তুত।"ধর্ম সংস্থাপনার্থয় সাম্ভবমি যুগে যুগে"।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours