শামা আরজু, ফিচার রাইটার, বাংলাদেশ:

কোনো মানে হয় এসবের?
করেছি কী আমি?
 কী করোনি! 
কী করলাম!
ডাক্তার  তো বলেই দিয়েছেন,তোমার ভালো থাকার চেষ্টা  তোমাকেই করতে হবে,না! ভালো থাকার কোনো চেষ্টাই নেই তোমার মধ্যে।
এবারও তো চেষ্টা করলাম!পারলাম না তো!
জানোই তো সব শিয়ালের এক রা! তবু সেই শেয়ালই চাই!
কোনটা শেয়াল না?

তোমার মতো মেয়েমানুষ এই সমাজে আর নেই? তারা কী তোমার মতো কষ্ট পুষে?
আমি পুষি, বড়ো যত্ন করেই পুষি।এর বাইরে যে কিছুই দেখি না।

না,তুমি দেখতেও চাও না।ছবি দেখবে ভালো কথা, এমন ছবি কেন দেখবে যেটা দেখে তোমার কাঁদতেই হবে।কয়েকদিনেও তোমার বুকের ভার কমবে না।কী হয় অমন মন খারাপ করা ছবি না দেখলে!গান শোনো তাও সব ওই বুকের ভেতর মরাকান্নার গান!

আমার অন্যগুলি ভালো লাগে না।
এগুলিই যদি ভালো লাগে তবে কেন অতো কান্নাকাটি!
আমি কী ইচ্ছে করেই খারাপ লাগাই,বুকের মধ্যে ফাঁকা লাগাই?
 তাই তো দেখছি।নইলে যার জন্য এতো খারাপ লাগা সে তো দিব্যি ভালো থাকছে তোমায় ছাড়া।
হুম, তার তো দোষ নেই।সে তো আমায় বলেই দিয়েছে, আমি ভালো থাকার চেষ্টা করি।
তুমিও চেষ্টা করলেই পারো।যাও না...এর সাথে ঘুরে এসো নিঝুম দ্বীপ।
না।
কেন?
 এসব ভালো লাগলে তো কবেই করতে পারতাম!সবার ভালো লাগা কী একরকম হয়! 
তুমিতো এমন কোণায় পড়ে থাকোনি কখনও!
সময় কী সবার একই রকম থাকে সবসময়?
...দিব্যি হেসেখেলে বেড়াচ্ছে!ও কী তোমার মতো একা না!
ও একা, তবে আমার মতো না।
তুমি কী স্পেশাল?
অবশ্যই!
অতোই যদি গর্ব তবে কষ্ট কেন পাও?
ভোগবিলাসে মত্ত থাকাটাকে বরাবরই ঘৃণা করে এসেছি।কষ্টই আমার গর্ব। কারণ আমি জানি  আমি নির্বোধ নই।আমি মেকি আনন্দে গদগদ থাকতে পারি না।
না, তুমি নির্বোধই!
মানে?
মানে নির্বোধ না হলে যার জন্য কষ্ট পাও অনেক আগেই তাকে ভুলে যেতে।

টিনের চালে ঝুম বৃষ্টি।কান্নার শব্দ তাতে হারিয়ে যায়।
মেয়েটি হাতড়ে বেড়ায় তার পুষে রাখা কষ্টগুলিকে।
ততোক্ষণে ছেলেটি পাশে সঙ্গী নিয়ে চায়ের কাপে মগ্ন হয়।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours