Vromon kahini
সীমন্তী দাস, লেখিকা, দুর্গাপুর: পথ চলেছে অসীমের পথে। সবুজ হলুদের খেলার মাঝখানে চকচকে জলে মাছের ভেরী। "দেখ,দেখ হাতির মাথার মত কপি"।গ্রামের বাজার দেখতে পেয়ে উৎসুক শহুরে বৌদিরা জানলার বাইরে তাজা সব্জীর সম্ভারে মুগ্ধ হয়ে গেল। ফুটকাটা দাদা,"আহা পাশের ওলকপি গুলো হাতির কিসের মত জানা হলনা"।এসব প্রশ্ন হওয়াতে উড়ে।উত্তরের অপেক্ষা ছাড়াই । পেছনের তেরো থেকে আঠারোর সম্মিলিত হাসি কানে আসতেই কোনো মা বলে উঠলো দেখেছো কেমন পেকেছে? সামনে থেকে ভেসে এল,থাক থাক সোনামনি সেই আমাদের হাবুলের সাইকেলের হ‍্যান্ডেলে যখন বসেছিলে তখন তুমি কি ৬১ ছিলে?সোনামনি কপট রাগে বলে উঠলো, মুখ খুলিও না জ‍্যাম্বো রানী তোমার কোথায় চেপেছিল?বলবো? সমস্বরে ভেসে উঠলো কোলে কোলে। আরে তখন আমার রানী কি আশি কেজি ছিল?ঐ কারণেই তাড়াতাড়ি মুখার্জি করলাম। কিআমি আশি ?টেকো বুড়ো? তবে আমাকে সবাই রেখা বলতো।আরে এখনো বলে।আর আশিতো মুখার্জির চালের গুণে। এই সব মজায় ,চাপা হাসির দল হ‍্যা হ‍্যা করে হাসছে। সত্যি,ফেলে আসা সেই পনেরো ষোলো বছর বয়সটাকে বড্ড মিস করি। কি হে ভাই গাঙ্গুলি? হোয়াট আপের লুচি আলুর তরকারি কোথায় গেল?খিদেতে যে পেট চুইচুই করছে। আরে সবুরে মেওয়া ফলে। আরে ভাই খিদেতে পেট জ্বলে। কেউ কেক বার করে সকলকে দিচ্ছে।মাঝ পথেই শেষ। হঠাৎ ই আধখাওয়া এক টুক‍রো মুখে ঢুকে গেল।এর স্বাদ সবসময়ই নোনতা হয়। জানালার বাইরে তখন প্রকৃতি রুপ বদলাতে শুরু করেছে।সাথের এক দাদা বুঝিয়ে দিলেন এখানে কি ভাবে জমিকে লবন মুক্ত করে চাষের যোগ্য করা হচ্ছে। উঠে এলো ভেরীর কনসেপ্ট। গলদার সাইজ।আসল নকল।বিদেশে রপ্তানি। জিম হঠাৎ ই বলে উঠলো ওয়েস্ট বেঙ্গল এর নিচে তো সুন্দরবন।
কিন্তু আমরা ম্যাপের কোন কিরিমিরিতে ঢুকলাম? জানিনা।গুগল ম‍্যাপ জানে? ফোন জানান দিলো নো নেটওয়ার্ক। সামনের অপ্রসস্থ রাস্তায় গাড়ি ঢুকে পরেছে।সামনেই লঞ্চ ঘাট। দুর থেকে সারি সারি লঞ্চ দেখা যাচ্ছে। বাস থেকে নেমে "স্টিমার আসিলো ঘাটে" ভাবতে ভাবতেই পা পরলো এক কাড়ি নোংরা প্লাস্টিকে।পেছন থেকে পরিচিত গলার খুচুনি "'আদাপারা"। হঠাৎ রবি ঠাকুরের ওপর ভীষন রাগ হল।মনে মনে বললাম, গুরুদেব, প্লাস্টিক জমানায় জন্মালে, তুমি ও দু দশটি কবিতা কম লিখতে।আমি সিওর। আমাদের ট‍্যুর কনটাক্ট করছে বনবিবি ট্রাভেলস।ওখানের কটা মিষ্টি মেয়ে লাল গোলাপ দিয়ে চন্দন পরিয়ে বরণ করলো।
কে যেন বললো গোলাপ দেখিয়ে এটা খাবো?তা কেন?দেখি,টুর কনডাক্টর হাতে মিষ্টি ডাব নিয়ে দাঁড়িয়ে। এ যেন খিদের মুখে অমৃত সুধা। সকলে জয়মা বনবিবির জয় ,জয় বাবা গাঙ্গুলির জয় ধ্বনি দিয়ে লঞ্চে উঠে বসলো। (ক্রমশ)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours