ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ
প্রতাপাদিত্যই সম্ভবতঃ কাঁকসার শেষ রাজা! তাঁর দুই স্ত্রী অমরার গড়ের রাজা মহেন্দ্রর কন্যা কালিন্দী ও উৎগড়ের রাজকন্যা যোগমায়ার গর্ভজাত সাত পুত্র রন সিংহ, ঞ্জান সিংহ, খাওয়ান সিংহ, অমর সিংহ, ভবানীপতি , পৃথ্বীধর ও শত্রুভান কুমার ! সৈয়দ বুখারী কাঁকসা আক্রমন করলে তিনি যুদ্ধে পরাজিত ও বিতাড়িত হ'ন এবং সাত পুত্র ও দুই সহধর্মিনী সহ উৎগড় ( উদয় গড়) নামক স্হানে আত্মগোপন করেন!বর্তমানে সেই স্হানটি সাতকাটির জঙ্গল নামে পরিচিত! এই জঙ্গলের মধ্যে রয়েছে একটি গড় বা দুর্গের ধ্বংশাবশেষ!
কাঁকসার রাজবংশ খ্রীটীয় দশম- একাদশ শতক থেকে চতর্দশ শতক পর্য্যন্ত প্রায় পাঁচ'শ বছর অর্থাৎ পঁচিশ পুরুষ গোপভুমে রাজত্ব করেছিল! কিন্তু তাঁদের মধ্যে তিনজন রাজার কথাই জানা যায়, প্রথম জন এই বংশের প্রতিষ্ঠাতা রাজা কঙ্কসেন , তাঁর পুত্র কনক সেন এবং প্রতাপাদিত্য সেন!
চতুর্দশ শতকে রাজা প্রতাপাদিত্যকেই পরজিত করে গোপ রাজত্বের অবসান ঘটিয়ে সৈদয় বুখারী মুসলিম রাজত্বের সূচনা করেন!
কাঁকসার গোপ রাজ বংশের ও তাঁদের কূলদেবতা কঙ্কেশ্বর শিবকে নানা কিংবদন্তী ও অলৌকিক কাহিনীর বর্ননা আজও লোকমুখে শোনা যায়!
জনশ্রুতি, কঙ্কসেন রাও সুদুর রাজ পুতনা ( মতান্তরে উত্তর প্রদেশ ) থেকে, কাঁকসায় আসেন ভাগ্যান্বেশনে!পথ মধ্যে দেখেন গভীর অরন্যে একটি দুগ্ধবতী গাভী দাঁড়িয়ে আছে আর তাঁর স্তনথেকে ঝরে পড়ছে দুধ! গাভীটি চলে যাওয়ার পর কৌতুহল বশতঃ তিনি সেই স্হানে গিয়ে দেখেন ঝোপের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ
এবং সেই শিবলিঙ্গের উপরই দুধ ঝরে পড়ছিল! ক
ছিলেন শৈব, তাঁর আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব! তাই তিনি পরম ভক্তি ভরে সেই শিবলিঙ্গটি একটি পুকুরের ধারে প্রতিষ্ঠা করে নিত্য পুজা শুরু করলেন! দেবাদিদেব মহাদেবের কল্যানে সেই পুকুরের জল আশ্চর্য্য ক্ষমতা লাভ করল ! অসুস্হ ব্যক্তি এই পুকুরে স্নান করলে রোগমুক্ত হ'তো আবার মৃত ব্যক্তিকে স্নান করালে সে জীবিত হয়ে উঠতো! তাই পুকুরটির নাম জীবিত কুন্ড! কিংবদন্তী, সৈয়দ বুখারী কাঁকসা আক্রমন করে কাঁকসা রাজের সেনাদের হত্যা করলেও তাঁদের জীবিতকুন্ডে স্নান করানোর সাথে সাথে পুনরায় বেঁচে উঠে আবার যুদ্ধে অবতীর্ন হচ্ছিল! একটা সময়ে সৈয়দ বুখারীর পরাজয় যখন নিশ্চিত, তখন তাঁরা কাঁকসা রাজের কৌশল জানতে পারলেন কাঁকসা রাজ প্রতাপাদিত্যের এক বিশ্বাসঘাতক সেনার মাধ্যমে!
রাতের অন্ধকারে জীবিতকুন্ডকে অপবিত্র করতে জলে গোরক্ত ফেলে দেওয়া হ'লো! অপবিত্র হয়ে জীবিত তিনি তার অলৌকিক ক্ষমতা হারাল, যুদ্ধে পরাজিত ও বিতাড়িত হলেন কাঁকসা রাজ প্রতাপাদিত্য! কাঁকসায় শেষ হ'লো গোপ রাজত্বের ! শুরু হ'লো মুসলিম শাসন!
(চলবে)
.
Post A Comment:
0 comments so far,add yours